নিজেদের বিব্রতকর রেকর্ড ইংল্যান্ডকে 'উপহার দিল' ভারত

তিনশ পেরিয়ে বড় লক্ষ্যই ছুঁড়ে দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু অধিনায়ক রোহিত শর্মার সেঞ্চুরিতে হেসেখেলেই জয় তুলে নেয় ভারত। এই জয়ে সিরিজ জিতে নেওয়ার পাশাপাশি বিব্রতকর এক রেকর্ড থেকেও নিজেদের নাম মুছে নিলো দলটি। তিনশ কিংবা তার বেশি পুঁজি নিয়ে হারের রেকর্ডে এখন সবার উপরে ইংলিশরা।

রোববার কটকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে ৩০৪ রানে অলআউট হয় ইংলিশরা। জবাবে ওপেনার রোহিতের ৩২তম সেঞ্চুরিতে ৪৪.৩ ওভারে ৬ উইকেট খুইয়ে অনায়াসে চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছায় ভারত। এতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় দলটি।

এই নিয়ে মোট ২৮টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে তিনশ রানের গণ্ডি টপকেও হারল ইংল্যান্ড। এর আগে ওয়ানডে ম্যাচে তিনশ টপকেও পরাজিত হওয়ার রেকর্ডটি ছিল ভারতের দখলেই। ২৭টি ওয়ানডে ম্যাচে তিনশ বা তারও বেশি রান তুলেও পরাজিত হয় দলটি।

ইংল্যান্ড সবমিলিয়ে ৯৯টি ওয়ানডে ম্যাচে তিনশ রানের গণ্ডি টপকায়। সেখানে হার ২৮টি ম্যাচে। অন্যদিকে ভারত মোট ১৩৬টি ওয়ানডে ম্যাচে তিনশ রান বা তার বেশি করে ২৭টিতে হেরেছে। অন্যদিকে ৬২টি ওয়ানডে ম্যাচে তিনশ রানের গণ্ডি পেরিয়ে ২৩টিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

এই নিয়ে ভারতের মাটিতে দীর্ঘ ৪০ বছর হলো ওয়ানডে সিরিজ জেতা হলো না ইংলিশদের। শেষবার দেশটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছিল ১৯৮৪-৮৫ মৌসুমে। ইংল্যান্ডের সেই অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার পাশাপাশি বিব্রতকর রেকর্ডও হলো সঙ্গী।

Comments

The Daily Star  | English

Yunus leaves Dhaka for Ctg on first visit as chief adviser

Prof Yunus departed Hazrat Shahjalal International Airport at 8:45am

17m ago