আসালাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা

১৪ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। তবে সেই ব্যর্থতা কাটিয়ে ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ করেছে দলটি। চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে চোটের কারণে একের পর এক খেলোয়াড় হারিয়ে দুর্বল হয়ে পড়া অস্ট্রেলিয়াকে হারিয়েছে স্বাগতিকরা।
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৬ ওভারে ২১৪ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ৩৩.৫ ওভারে ১৬৫ রানে অজিদের বেঁধে ফেলে দলটি।
এক দুর্বল অস্ট্রেলিয়া ৪৯ রানে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করল, যেখানে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা অসাধারণ এক সেঞ্চুরির মাধ্যমে কম রানবিশিষ্ট প্রথম ওয়ানডেতে নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
টেস্ট সিরিজের মতো এদিনও শ্রীলঙ্কার ব্যাটিং ব্যর্থতা দেখা দেয়। ১৩৫ রানে ৮ উইকেট হারিয়ে দলটি বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু এরপর আসালাঙ্কা দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় দলটি। এবং আর্দ্র আবহাওয়ায় ক্লান্ত অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের সুযোগ নেন।
আসালাঙ্কা ১২৬ বলে ১২৭ রান করেন, যদিও শুরুতে চাপে পড়ে ধীরগতিতে ব্যাট চালান, পরে চারদিকে শট খেলতে শুরু করেন। নবম উইকেটে ইশান মালিঙ্গার সঙ্গে ৭৯ রানের একতরফা জুটি গড়েন তিনি, যেখানে মালিঙ্গা ২৬ বলে কেবল ১ রান করে অপরাজিত থাকেন।
টস জিতে প্রথমে ব্যাট করতে শুরুটা ভালো ছিল না লঙ্কানদের। অজি পেসারদের দাপটে একটা সময় ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পরে যায় দলটি। দলীয় ১০০ রানই তখন যেন বহু দূর। তখনই ব্যাট হাতে অধিনায়ক দলের রাশ ধরেন। মারেন ১৪টি চার এবং ৫টি ছয়।
ভালো অবদান রাখেন দুনিথ ওয়েলালাগেও। ৩৪ বলে ৩০ রান করেন। তবে বাকি ব্যাটাররা আসা যাওয়ার মধ্যেই ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে শন অ্যাবট ৬১ রানের খরচায় নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন স্পেনসার জনসন, অ্যারন হার্ডি এবং নাথান এলিস।
পুঁজি অল্প হলেও অজিদের চমকে দেন শ্রীলঙ্কার বোলাররা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকে দলটি। তেমন কোনো ব্যাটারই থিতু হতে পারেননি। সর্বোচ্চ ৪১ রান করেন অ্যালেক্স ক্যারি। ফলে ৩৩.৫ ওভারে মাত্র ১৬৫ রান তুলেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার হয়ে দারুণ বোলিং করেছেন মাহিশ থিকশানা। ৪০ রানের খরচায় পান ৪টি উইকেট। ২টি করে উইকেট নেন অসিথা ফার্নান্ডো এবং দুনিথ ওয়েলালাগে।
Comments