পরিসংখ্যানের আলোয় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

Litton Das & Salman Agha
ছবি: ফিরোজ আহমেদ।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নামতে যাচ্ছে বাংলাদেশ। লিটন দাসদের সামনে সুযোগ প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার। রোববার থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান। 

  • ২২টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি, বাকি ১৯টিতেই হেরেছে তারা।
  • তবে এবার স্বাগতিকদের  জন্য ভালো খবর হলো, এই তিনটি জয়ের দুটিই এসেছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথমটি ছিল ২০১৫ সালে বাংলাদেশ সফরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে এবং অন্যটি ২০১৬ সালের এশিয়া কাপের একটি ম্যাচে।
  • পাকিস্তানের বিপক্ষে এই ফরম্যাটে বাংলাদেশের আরেকটি জয় আসে ২০২৩ সালে হাংঝোতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে। ওই আসরে অবশ্য উভয় দলই তাদের দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল।
  • স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ এই সিরিজ শুরু করবে। প্রকৃতপক্ষে, এই সিরিজ জয় ছিল চলতি বছর যেকোনো ফরম্যাটে লিটন দাসদের প্রথম সিরিজ জয়।
  • বাংলাদেশ সবশেষ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলেছে নয় মাস আগে। ২০২৪ সালের অক্টোবর মাসে সে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
  • গত জুনে নিজেদের মাঠে পাকিস্তান তাদের সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াটওয়াশ করেছিলো

২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে এই সিরিজ, সবগুলো খেলাই শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

Comments