ভিএআর ইংলিশ লিগের ক্ষতি করছে: পচেত্তিনো

ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দারুণ এক হেডারে ভিলা পার্ক স্তব্ধ করে দিয়েছিলেন আলেক্স দিসাসি। বল জালে গেলেও ভিএআরে যাচাইয়ের পর বিল্ড-আপে ফাউলের কারণে গোল মিলেনি তাদের। তাতে বেজায় খেপেছেন চেলসির কোচ মাউরিসিও পচেত্তিনো। ভিএআরের এমন সব সিদ্ধান্তে প্রিমিয়ার লিগের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন কোচ।

শনিবার রাতে অ্যাস্টন ভিলার মাঠে স্বাগতিকদের সঙ্গে নাটকীয় ২-২ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে চেলসিকে। ম্যাচের চতুর্থ মিনিটে মার্ক কুকুরেল্লার আত্মঘাতী গোলের পর মর্গান রজার্সের গোলে প্রথমার্ধেই দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধে ননি মাদুকে এবং কনর গ্যালাঘেরের গোলে সমতায় ফেরে দলটি।

গত মঙ্গলবারই আর্সেনালের কাছে ৫-০ গোলের বিব্রতকর হারে আত্মসমর্পণ করেছিল চেলসি। ঘুরে দাঁড়াতে ম্যাচটি জিততে মরিয়া ছিল তারা। কিন্তু আরও একটি হোঁচট খায় দলটি। বেনোইট বাদিয়াশিলের বিরুদ্ধে ফাউল ধরায় বেশ ক্রুদ্ধ পচেত্তিনো, 'রেফারির সিদ্ধান্ত অবিশ্বাস্য এবং এটা হাস্যকর। এটা মেনে নেওয়া কঠিন।'

এ ধরণের সিদ্ধান্ত প্রিমিয়ার লিগের জন্য ক্ষতিকর জানিয়ে আরও বলেন, 'তারা মাঠে ফাউল দেখতে পায়নি এবং তারপর ভিএআর রেফারির সিদ্ধান্ত পরিবর্তন করে। আমার কাছে এটি একটি স্বাভাবিক চ্যালেঞ্জ ছিল। এটা বেদনাদায়ক কারণ এটা ইংলিশ ফুটবলকে ক্ষতিগ্রস্ত করেছে। ভিলার খেলোয়াড় এবং তাদের ভক্তরাও বুঝতে পারেনি কেন গোলটি বাতিল করা হয়েছিল। এটা প্রিমিয়ার লিগের কিছুটা ক্ষতি করেছে। আমরা যদি বিশ্বের সেরা লিগ হতে চাই তবে এই দৃশ্য এবং সিদ্ধান্তকে রক্ষা করা উচিত।'

এই ড্রয়ে ক্ষতি হয়েছে টটেনহ্যাম হটস্পার্সেরও। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশায় বড় ধাক্কা খেল তারা। কারণ টটেনহ্যামের চেয়ে সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল ভিলা। যদিও তাদের চেয়ে তিনটি ম্যাচ বেশি খেলেছে দলটি। তবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল হলো ভিলার।

ম্যাচের ফলাফলে তাই বেশ খুশি ভিলা কোচ উনাই এমেরি, 'আমরা গত বছর ইউরোপা লিগ খেলতে চেয়েছিলাম এবং এখন আমাদের কাছে একটি নতুন চ্যালেঞ্জ রয়েছে যা হল চ্যাম্পিয়ন্স লিগ খেলা চেলসি আজ শক্তি দেখিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ড্র করাটা খুব ভালো ফল। আমি অবশ্যই আরও চাই।'

Comments

The Daily Star  | English

Students protest condemning brutal murder of trader near Mitford

Lal Chand, alias Sohag, was beaten and murdered in front of Mitford Hospital allegedly by rivals over dominance of scrap trade

1h ago