বার্সেলোনায় চুক্তি নবায়ন করছেন লেভানদোভস্কি!

আরও এক মৌসুম বার্সেলোনায় খেলবেন ৩৬ বছর বয়সেও রবার্ট লেভানদোভস্কি। তার চুক্তিতে স্বয়ংক্রিয়ভাবে নবায়নের একটি শর্ত ছিল—যদি তিনি দলের অর্ধেক ম্যাচ খেলেন, তবে মেয়াদ এক বছর বাড়বে। রায়ো ভায়েকানোর বিপক্ষে আগামী সোমবার মাঠে নামলেই সেই শর্ত পূরণ হবে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ইতোমধ্যেই নতুন এক বছরের জন্য চুক্তি পাকা করে ফেলেছেন এই পোলিশ তারকা।
বয়স বাড়লেও লেভানদোভস্কির অসাধারণ পারফরম্যান্স তাকে আরও এক মৌসুম বার্সেলোনায় রাখার জন্য একমত করেছে ক্লাবের ক্রীড়া পরিচালক ডেকো, কোচ হ্যান্সি ফ্লিক এবং সভাপতি ও পরিচালনা পর্ষদকে। চলতি মৌসুমে এরমধ্যেই ৩৩ ম্যাচে ৩১ গোল করেছেন এই তারকা, যার মধ্যে লা লিগায় ১৯ গোল ও চ্যাম্পিয়ন্স লিগে ৯ গোল করে যৌথভাবে শীর্ষে আছেন। প্রথম মৌসুমে করা সর্বোচ্চ গোলসংখ্যা থেকে আছেন মাত্র দুই গোল দূরে।
এখনও মৌসুমের দ্বিতীয় ভাগ বাকি থাকলেও ০.৯৪ গড়ে প্রতি ম্যাচে গোল করছেন লেভানদোভস্কি, যা তার বায়ার্ন মিউনিখে সেরা সময়ে করা পারফরম্যান্সের কাছাকাছি। হ্যান্সি ফ্লিকের অধীনে তিনি তখন ৫৫ ম্যাচে ৪৭ গোল করেছিলেন এবং জিতেছিলেন ট্রেবল। বয়স তাকে দুর্বল করতে পারেনি, বরং শৃঙ্খলাপূর্ণ জীবনযাত্রা, খাদ্যাভ্যাস ও ম্যাচ-পরবর্তী পুনরুদ্ধার পদ্ধতি তাকে আরও ধারালো রেখেছে।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লেভানদোভস্কি এখন তৃতীয় স্থানে, তার সামনে কেবল ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে তিনি ইতোমধ্যেই প্রায় ১০০ গোলের কাছাকাছি পৌঁছে গেছেন, যা ক্লাবের সর্বকালের সেরা ২০ গোলদাতার তালিকায় জায়গা করে দেবে তাকে। অথচ ৩৪ বছর বয়সের এক মাস আগে কাতালুনিয়ান ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি।
২০২২ সালের জুলাইয়ে তিন বছরের সঙ্গে শর্ত পূরণ সাপেক্ষে আরও এক বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন লেভানদোভস্কি। এবারও ধারণা করা হয়েছিল নতুন চুক্তিতে অতিরিক্ত এক মৌসুমের সুযোগ থাকবে, তবে বাস্তবে তা নয়। এই নবায়ন কেবল ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত, এরপর ৩৭ বছর বয়সে বার্সেলোনায় তার অধ্যায় শেষ হবে।
এদিকে গত দুই গ্রীষ্মে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাব পেলেও লেভানদোভস্কি প্রত্যাখ্যান করেছেন সেগুলো। তিনি বা তার পরিবার বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথাই ভাবেননি। তার স্ত্রী আন্না লেভানদোভস্কি ইতোমধ্যে বার্সেলোনায় ব্যবসা শুরু করেছেন, এমনকি তারা পরিকল্পনা করেছেন গাভা শহরে স্থায়ীভাবে বসবাসের।
Comments