কেমন হবে মেসি-মার্তিনেজ বিহীন আর্জেন্টিনার একাদশ

লিওনেল মেসি ও পাওলো দিবালা চোটের কারণে বাদ পড়ে যাওয়ার পর ছিটকে গেছেন লাউতারো মার্তিনেজও। তাদের ছাড়াই খেলতে হবে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। একাদশ সাজানোর ক্ষেত্রে তাই বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে কোচ লিওনেল স্কালোনিকে। তাই তারকাদের ছাড়া আর্জেন্টিনা কেমন দল নিয়ে মাঠে নামতে পারে, তা নিয়েই যতো আলোচনা।
মোন্তেভিদিওর সেন্টেনারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ১৩তম রাউন্ডে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে স্কালোনি তার পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। সুযোগ দিতে পারেন বেশ কিছু তরুণ খেলোয়াড়কে।
এক্ষেত্রে থিয়াগো আলমাদা, আনহেল কোরেয়া বা নিকোলাস পাজের মতো খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করা হতে পারেন, যারা আক্রমণাত্মক মিডফিল্ডার বা তৃতীয় ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন। সেক্ষেত্রে মূল কাঠামোতে খুব বেশি পরিবর্তন না আনলেও চলবে।
আরেকটি বিকল্প হতে পারে জুলিয়ানো সিমিওনেকে একাদশে অন্তর্ভুক্ত করা, যদি স্কালোনি ৪-২-৩-১ ফরমেশনের দিকে ঝুঁকেন। এই কৌশলে পুজাতোর তরুণ প্রতিভা সিমেওনের অভিষেক ম্যাচেই বড় চমক দেখানোর সম্ভাবনা রয়েছে।
গোলপোস্টের দায়িত্বে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ, আর রক্ষণভাগ গঠিত হবে নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে।
মিডফিল্ডেও কিছু পরিবর্তন আসতে পারে। সাধারণত রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্তার একসঙ্গে খেলেন। তবে ডি পল হালকা চোটে ভুগছেন, যার কারণে তার খেলা অনিশ্চিত। এছাড়া, লিয়ান্দ্রো পারেদেসও শুরুতে থাকছেন না। তাই লিওর মিডফিল্ডার থিয়াগো আলমাদা একাদশে জায়গা পেতে পারেন।
আক্রমণভাগে দুই উইংয়ে থাকবেন নিকো গঞ্জালেজ ও জুলিয়ানো সিমেওনে, আর লাউতারোর অনুপস্থিতিতে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলবেন হুলিয়ান আলভারেজ।
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্তার, থিয়াগো আলমাদা; নিকোলাস গঞ্জালেজ, জুলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ।
Comments