বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করবে ভারত

ম্যাচটা স্রেফ গা গরমের ম্যাচ। তবে প্রতিপক্ষ ভারত বলেই আছে বাড়তি আমেজ, খেলা সরাসরি সম্প্রচারও করা হচ্ছে। সেই সঙ্গে নিউ ইয়র্কের নতুন নির্মিত মাঠে খেলা হবে বলেও আছে বাড়তি আগ্রহ। এই ম্যাচে টসে জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শনিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু ম্যাচে দুই দলই চাইবে কন্ডিশনের সঙ্গে মানিতে নিতে, বুঝে নিতে চাইবে উইকেটের ধরণ।
প্রস্তুতি ম্যাচে মূলত একাদশ নির্দিষ্ট থাকে না, সাধারণত স্কোয়াডের সব খেলোয়াড়কে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ অবশ্য এই ম্যাচ খেলার জন্য ১৩ জনের নাম দিয়েছে। বিশ্রামে রেখেছে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে। ভারত তাদের স্কোয়াডের ১৫ জনের নামই দিয়েছে ম্যাচ খেলার জন্য। ঘুরে-ফিরে সবাই ব্যাটিং-বোলিং করতে পারেন।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যশভি জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, সঞ্জু স্যামসন, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, যুজভেন্দ্র চেহেল, আর্শদ্বীপ সিং, জাসপ্রিট বুমরাহ।
ওয়ার্মআপ ম্যাচের বাংলাদেশ দল : লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
বিশ্রামে- তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
Comments