নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে বিশ্বকাপ শেষ করল শ্রীলঙ্কা

নেদারল্যান্ডসের জন্য ম্যাচটি ছিলো কঠিন সমীকরণের। বাংলাদেশ যদি নেপালের কাছে হারত তবেই বড় ব্যবধানে জিতে সুপার এইটে যাওয়ার সুযোগ ছিলো তাদের। সেই সমীকরণের কাছাকাছিও যেতে পারেনি তারা। বরং শ্রীলঙ্কা বড্ড দেরিতে জ্বলে উঠে বুঝিয়েছে বিশ্বকাপে আরও ভালো করার সুযোগ ছিলো তাদের।

সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডসকে  ৮৩  রানের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। আগে ব্যাট করে আগ্রাসী ব্যাটিংয়ে ২০১ রানের পুঁজি গড়ে তারা। জবাবে ৪ ওভারে ৪৫ থাকা অবস্থায় পথ হারিয়ে ১১৮ রানে গুটিয়ে যায় ডাচরা।

শ্রীলঙ্কার বড় জয়ে অবদান বেশ কয়েকজনের। এদিন পাথুম নিশানকা না পারলেও ২৯ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন কুশল মেন্ডিস। তাকে ছাপিয়ে ২১ বলে ৪৬ রান করেন চারিথা আসালাঙ্কা। পাঁচে নেমে ২৬ বলে ৩৪ করে অবদান রাখেন ধনঞ্জয়া ডি সিলভা।

তবে শেষ দিকে দুইশো ছাড়ানোর কাজ করেছেন দুই সিনিয়র। অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৫ বলে করেন ৩১, মাত্র ৬ বলের উপস্থিতিতে ২০ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বিশাল পুঁজি তাড়ায় জেতার পাশাপাশি রানরেট বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নামে নেদারল্যান্ডস। শুরুতেই চার-ছক্কায় সেই আভাস দিলেও আর পেরে উঠেনি। হয়ত বাংলাদেশের জয়ের খবরেও মনোবল হারিয়ে থাকতে পারে তারা। ১৭ তম ওভারেই মুড়ে যায় তাদের ইনিংস।  লঙ্কানদের মুড়ে ২৪ রানে ৩ উইকেট নিয়ে লঙ্কানদের সেরা বোলার  নুয়ান তুশারা

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago