‘মনেই হয়নি দাদা প্রথমবার অধিনায়কত্ব করছে’, লিটনের প্রশংসায় মিরাজ

নেতৃত্বটা হুট করেই পেয়েছিলেন লিটন দাস। সিরিজ শুরু মাত্র দুদিন আগে তাকে জানানো হয় চোটে ছিটকে পড়া তামিম ইকবালের বদলে অধিনায়কত্ব করতে হবে। দায়িত্বের ভার নিয়ে প্রথম পরীক্ষায় লিটন ছিলেন ভীষণ সম্পৃক্ত, চনমনে। ফিল্ডিংয়ে উড়ন্ত ক্যাচ নিয়ে শরীরী ভাষায় শুরুতেই দেখিয়েছেন ঝাঁজ। পরে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লিটন যে প্রথমবার ওয়ানডেতে অধিনায়কত্ব করছেন, তা একদম মনেই হয়নি ম্যাচ সেরা মেহেদী হাসান মিরাজের।
রোববার নেতৃত্বের অভিষেকে আনন্দে ভাসার সুযোগ এসেছে লিটনের। রোমাঞ্চকর ম্যাচের মিরাজের বীরত্বে ভারতকে ১ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ১৮৭ রানে আটকে রান তাড়ায় লিটন খেলেন ৪১ রানের ইনিংস।

পরে ১৩৬ রানে ৯ উইকেট পড়ার পর মোস্তাফিজুর রহমানকে নিয়ে ৫১ রানের জুটিতে ম্যাচ জেতান মিরাজ। ৩৯ বলে তার ৩৮ রান বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় ইনিংসের মধ্যে ঢুকে পড়বে নিশ্চিত।
তুমুল উত্তাপের ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান লিটন। একাদশ ওভারের মধ্যে বাংলাদেশ ছেঁটে ফেলে ভারতের টপ অর্ডার। এরমধ্যে সাকিব আল হাসানের বলে কাভারে বিরাট কোহলির চোখ ধাঁধানো ক্যাচ নেন লিটন।

চাপে পড়া ভারত যখনই প্রতিরোধের চেষ্টা করছে, লিটন বোলিংয়ে বদল এনে নতুন কিছু করতে চেয়েছেন। ফলও মিলেছে। বোলারদের সঙ্গে বারবার কথা বলা, ফিল্ডিং সাজানো থেকে দলকে অনুপ্রাণিত করা সব কিছুতেই তাকে দেখা গেছে ভীষণ সম্পৃক্ত। লিটনের সমর্থনে গ্যালারি থেকেও বারবার উঠেছে 'লিটওওন, লিটওওন' রব।
অন্তর্মুখী স্বভাবের বলে লিটন অধিনায়কত্বে কেমন করবেন, তা নিয়ে অনেকের মনে সংশয় ছিল। খোদ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও লিটনের ধরন নিয়ে ছিলেন সংশয়ে। তবে নেতৃত্ব পেয়ে মাঠে লিটন দেখালেন ভিন্ন ছবি। কাজের কথা যেখানে যতটা বলা দরকার তাতে থাকলেন পটু।
ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে মিরাজ প্রশংসায় ভাসান অধিনায়ক লিটনকে, 'দাদা তো মাশাল্লাহ ভালো অধিনায়কত্ব করেছে। যে বদলগুলো করেছে খুব ভালো করেছে। যাকে যখন আনা দরকার বল করতে এনেছে, সেখানেই করিয়েছে। সবচেয়ে বড় কথা প্রথমবার ওয়ানডেতে অধিনায়কত্ব করেছে এটা মনেই হয়নি। খুব ভালো সহযোগিতা করেছে সবাই। বোলাররা যারা ছিল তারা সবাই সাপোর্ট করেছে, ফিল্ডাররা সাপোর্ট করেছে। এজন্য তার কাজটা আরও সহজ হয়ে গিয়েছে।'
Comments