স্পেন-জার্মানি ম্যাচে মাশরাফির প্রেডিকশন

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।

কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।

মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।

জাপান বনাম কোস্টারিকা

কোস্টারিকা আগের ম্যাচে স্পেনের কাছে তো পাত্তাই পায়নি। আগে বিশ্বকাপে যেমন খেলতো তেমন দলটা নেই। অন্যদিকে জাপান তো জার্মানির বিপক্ষে দারুণ খেলেছে। ওদের কাউন্টার অ্যাটাক মারাত্মক। মনে হয় এই ম্যাচ জাপান জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলবে।

বেলজিয়াম বনাম মরক্কো

বেলজিয়াম আগের ম্যাচে কানাডার সঙ্গে জিতলেও নিজেদের সেরাটা খেলতে পারেনি। মানে তেমন গোছানো ফুটবল দেখতে পাইনি। আশা করছি এ ম্যাচে আরও ভালো খেলবে ওরা। মরক্কো কিন্তু ফিনিশিং ভালো করতে পারলে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততেও পারতো। শেষ পর্যন্ত অবশ্য বেলজিয়ামের জেতার চান্সই বেশি।  

ক্রোয়েশিয়া বনাম কানাডা

ক্রোয়েশিয়া ও কানাডার মধ্যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলে মনে হচ্ছে। যতো যাই বলি, ক্রোয়েশিয়া গত বিশ্বকাপের মতো মনে হচ্ছে না। কানাডা অনেক বছর পর বিশ্বকাপে আসলেও বেলজিয়ামের সঙ্গে কিন্তু জয়ের সুযোগও তৈরি করেছিল। তারপরও অভিজ্ঞতা একটা ব্যাপার। মনে হচ্ছে ক্রোয়েশিয়াই জিতে যাবে।

স্পেন বনাম জার্মানি

স্পেন ও জার্মানি এ দুইটা দলই ভয়ঙ্কর। দুইটা দলই বিশ্বকাপের দাবীদার। স্পেনের যেখানে শুরুটা করেছে দারুণভাবে, সেখানে জার্মানি প্রথম ম্যাচে হেরে গেছে জাপানের কাছে। তবে আমার মনে হয় এ ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়াবে জার্মানরা। তবে দারুণ জমজমাট একটা লড়াই হতে দেখা যাবে। 

Comments

The Daily Star  | English

Fakhrul alleges conspiracy to delay polls, urges BNP to resist

"Efforts are being made to create division and pit different state institutions against each other"

34m ago