স্পেন বনাম জার্মানি: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

কোস্টারিকাকে নিয়ে ছেলেখেলা করে বিশ্বকাপ শুরু করেছে স্পেন। অন্যদিকে তুলনামূলক দুর্বল দল জাপানের বিপক্ষে হেরে হতাশায় পুড়ে মরুর আসর শুরু করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই হ্যানসি ফ্লিকের শিষ্যদের।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

রোববার, ২৭ নভেম্বর, বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা

কোথায়?

আল বাইত স্টেডিয়াম, আল খোর

নজরে থাকবেন যারা

কাই হ্যাভার্টস, সার্জ ন্যাব্রিকে নিজেদের নামের প্রতি সুবিচার করতেই হবে এবার। টমাস মুলার এই রণক্ষত্রের পুরোনো সৈনিক, তাকেও রাখতে হবে অভিজ্ঞতার ছাপ। সঙ্গে জামাল মুসিয়ালা জ্বলে উঠলেই ষোলকলা পূর্ণ হবে জার্মানদের।

দুর্দান্ত ছন্দে না থাকা তরুণ স্পেনের কার্যকারিতা বোঝা যাবে আজই। বড় প্রতিপক্ষের বিপক্ষে গাভি, পেদ্রিরা কেমন করেন সেটা দেখা যাবে এই ম্যাচে। সঙ্গে দানি অলমো, মার্কো অ্যাসেনসিও, ফেরান তোরেসরাও চাইবেন প্রথম ম্যাচের মতো গোলের ধারা বজায় রাখতে। 

দলের পরিস্থিতি

কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের জয়ের পরও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন লুইস এনরিকে। জার্মানির প্রথমে একাদশে আসতে পারেন লরে সানে। হাঁটুর ইনজুরিতে আগের ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি। সেন্টার-ব্যাক নিকোলাস সুলেকে বিবেচনা করা হতে পারে রাইট-ব্যাক হিসেবে। এমনকি মাঝমাঠে পরিবর্তন এনে ইয়াসুয়া কিমিখকেও দেখা যেতে পারে ফুল-ব্যাক হিসেবে।   

সম্ভাব্য লাইন আপ

স্পেন: (৪-৩-৩): সাইমন (গোলরক্ষক), আজপিলিকুয়েতা, রদ্রি, লাপোর্তে, আলবা, পেদ্রি, বুসকেতস, গাভি, তোরেস, অ্যাসেনসিও, অলমো 

জার্মানি: (৪-২-৩-১) নয়ার (গোলরক্ষক), রাম, সোল্টারবেক, রুডিগার, সুলে, গুন্দোগান, কিমিখ, মুসিয়ালা, মুলার, ন্যাব্রি, হ্যাভার্টজ 

প্রেডিকশন

উড়ন্ত সূচনার কারণে এগিয়ে থাকবে স্পেনই। এদিকে জার্মানির জন্য দুশ্চিন্তা তাদের আক্রমণভাগ। তবে সীমাবদ্ধতা কাটিয়ে শেষ হাসি হাসতে পারে তারাও।

সম্ভাব্য স্কোর:

স্পেন ২-১ জার্মানি

অন্যান্য পরিসংখ্যান

১) এখন পর্যন্ত মোট ২৫ বার মুখোমুখি হয়েছে স্পেন ও জার্মানি। এরমধ্যে জার্মানি জিতেছে নয়টি ম্যাচে। স্পেনের জয় আট ম্যাচে। বাকি আটটি ম্যাচ ড্র।

২) তবে স্প্যানিশদের বিপক্ষে শেষ সাতটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে জার্মানি।

৩) দুই দলের সবশেষ মোকাবেলায় ২০২০ সালের ১৭ নভেম্বর নেশন্স লিগের ম্যাচে জার্মানিকে ৬-০ গোলে হারায় স্পেন। ১৯৩১ সালের পর জার্মানির সবচেয়ে বড় পরাজয় এটা।

৪) ২০১০ সালে ট্রফি জয়ের পথে টানা ছয়টি জয়ের রেকর্ড গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেয় স্পেন।

৫) হ্যান্সি ফ্লিকের অধীনে জার্মানি তাদের প্রথম আটটি ম্যাচের প্রতিটি জিতেছে, কিন্তু পরের নয়টি ম্যাচে মাত্র দুটি জিতেছে (৫টি ড্র ও ২টি হার)।

৬) ৮০ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে জার্মানি ছিটকে যায় গত আসরে। তারা ছিল চার দলের গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে।

৭) ২০১০ সালে বিশ্বকাপ জিতে নেওয়ার পর এখন পর্যন্ত কোনো নকআউট পর্বে ম্যাচ জিতেনি স্পেন।

Comments

The Daily Star  | English
Health Sector Reform Commission submits report to Yunus

Health Sector Reform Commission submits report to Yunus

Calls for constitutional obligation of primary healthcare

55m ago