আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

প্রথম দুই ম্যাচের ভেন্যুতে বাংলাদেশ দল

মঙ্গলবার বিকেলে চার্টার্ড ফ্লাইটে করে আসামের গৌহাটি থেকে প্রায় আড়াইহাজার কিলোমিটার দূরের হিমাচল প্রদেশের ধর্মশালায় পৌঁছায় বাংলাদেশ

প্রথম দুই ম্যাচের ভেন্যুতে বাংলাদেশ দল

মঙ্গলবার বিকেলে চার্টার্ড ফ্লাইটে করে আসামের গৌহাটি থেকে প্রায় আড়াইহাজার কিলোমিটার দূরের হিমাচল প্রদেশের ধর্মশালায় পৌঁছায় বাংলাদেশ
Mehidy Hasan Miraz

গৌহাটিতে বিশ্বকাপের অফিসিয়াল দুই ওয়ার্মআপ ম্যাচ খেলার পর প্রথম দুই ম্যাচের ভেন্যু ধর্মশালায় গেল বাংলাদেশ দল। সেখানে আফগানিস্তান ও ইংল্যান্ডের মুখোমুখি হবেন সাকিব আল হাসানরা।

মঙ্গলবার বিকেলে চার্টার্ড ফ্লাইটে করে আসামের গৌহাটি থেকে প্রায় আড়াইহাজার কিলোমিটার দূরের হিমাচল প্রদেশের ধর্মশালায় পৌঁছায় বাংলাদেশ। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার ফেসবুকে পেজে পোস্ট করে জানান, 'ধর্মশালায় পৌঁছে গেলাম।'

আগামী ৭ অক্টোবর আফগানিস্তান ও ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালায় খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সঙ্গে দুই ম্যাচ খেলে বাংলাদেশ। লঙ্কনাদের ৭ উইকেটে হারালেও ইংল্যান্ডের কাছে হারতে হয় ৪ উইকেটে।

পা চোট পেয়ে দুটি প্রস্তুতি ম্যাচেই বিশ্রামে ছিলেন অধিনায়ক সাকিব। তবে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, সাকিব এখন শতভাগ ফিট। প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন।

ধর্মশালায় দুই ম্যাচ খেলার পর দক্ষিণ ভারতের চেন্নাইতে যাবে বাংলাদেশ। ১৩ অক্টোবর সেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

8h ago