আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ইংল্যান্ড-নিউজিল্যান্ড : কাদের পাল্লা ভারি?

গত বিশ্বকাপে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টানটান রোমাঞ্চে যেখানে শেষ হয়েছিল গত বিশ্বকাপ যেন সেখান থেকেই শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ

ইংল্যান্ড-নিউজিল্যান্ড : কাদের পাল্লা ভারি?

গত বিশ্বকাপে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টানটান রোমাঞ্চে যেখানে শেষ হয়েছিল গত বিশ্বকাপ যেন সেখান থেকেই শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ

গত বিশ্বকাপ ফাইনালের  অবিস্মরণীয় ম্যাচটি ক্রিকেট প্রেমিদের মনে দোলে দেয় এখনো। গত বিশ্বকাপে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টানটান রোমাঞ্চে যেখানে শেষ হয়েছিল গত বিশ্বকাপ যেন সেখান থেকেই শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড আর রানার্সআপ নিউজিল্যান্ডের মধ্যেকার লড়াইয়ে কাউকেই আসলে স্পষ্ট এগিয়ে রাখার উপায় নেই।

তবু পরিসংখ্যানের আলোয় দেখে নেওয়া যাক কার কি অবস্থা-

  • ওয়ানডেতে ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে মোট ৯৫ বার। মজার কথা হলো দুই দলই জিতেছে সমান ৪৪ ম্যাচ করে। পরিত্যক্ত হয়েছে চার ম্যাচ। বাকি তিনটি হয়েছে টাই। সবর্শেষ যে ম্যাচটি টাই হয়েছে তা অনেকের মতে ইতিহাস সেরা। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে মূল ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারও হয়ে যায় টাই। বাউন্ডারি বেশি মারার সুবিধা চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ইংল্যান্ডকে।
  • বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে আবার এগিয়ে নিউজিল্যান্ড। ১০ বারের মোকাবেলায় ৫ জয় কিউইদের। তারা হেরেছে চারটিতে, টাই হয়েছে বাকি এক ম্যাচ।
  • দুই দলের ওয়ানডে লড়াইয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সাবেক কিউই ব্যাটার রস টেইলরের। ১৪২৪ রান করেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ জো রুটের ৯৭১ রান
  • দুই দলের লড়াইয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস মার্টিন গাপটিলের ১৮৯। বিশ্বকাপের আসরে দুই দলের দেখায় ব্যক্তিগত সর্বোচ্চ জনি বেয়ারস্টোর ১০৬।
  • দুই দলের দেখায় সর্বোচ্চ উইকেট কিউই পেসার টিম সাউদির ৪০টি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ জেমস অ্যান্ডারসনের ৩৩টি।

Comments