আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

স্পিনাররাই বড় ভূমিকা রাখবে: উইলিয়ামসন

চেন্নাইর চিদাম্বরম স্টেডিয়ামে খুব একটা ওয়ানডে হয় না। লাল বলের ক্রিকেটে এই মাঠকে ধরা হয় ভারতের স্পিন দুর্গ। যেখানে প্রায়ই উপমহাদেশের বাইরের দলগুলোকে এসে খাবি খেতে দেখা যায়। স্পিনারদের জন্য সুবিধা দেখা গেছে বিশ্বকাপের প্রথম ম্যাচেও।

চেন্নাই থেকে

স্পিনাররাই বড় ভূমিকা রাখবে: উইলিয়ামসন

Kane Williamson

চেন্নাইর চিদাম্বরম স্টেডিয়ামে খুব একটা ওয়ানডে হয় না। লাল বলের ক্রিকেটে এই মাঠকে ধরা হয় ভারতের স্পিন দুর্গ। যেখানে প্রায়ই উপমহাদেশের বাইরের দলগুলোকে এসে খাবি খেতে দেখা যায়। স্পিনারদের জন্য সুবিধা দেখা গেছে বিশ্বকাপের প্রথম ম্যাচেও। রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিনদের তোপে অস্ট্রেলিয়াকে দুশো রানও করতে দেয়নি ভারত।

এমন একটি ভেন্যুতে স্পিন শক্তি নির্ভর বাংলাদেশের বিপক্ষে নামার আগে বিশাল চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। যদিও তার মতে স্পিন শক্তিতে বলিয়ান দুই দলই।

শুক্রবার দিবারাত্রির ম্যাচে নামার আগে উইকেট সম্পর্কিত আলোচনায় রোমাঞ্চ খুঁজে পাওয়ার কথা জানান কিউই কাপ্তান, 'প্রতিটি ম্যাচের মতো কালও বিশাল চ্যালেঞ্জ। এই টুর্নামেন্টে যেকেউ যে কাউকে হারাতে পারে। এটাই সবচেয়ে রোমাঞ্চকর। কন্ডিশন সব সময় বদল হচ্ছে। একটা ভেন্যু থেকে আরেকটা ভেন্যুতে যেতে অনেক কিছু বদল হচ্ছে। এখানে হয়ত স্পিন উইকেট থাকবে। কিন্তু আমার মনে হয় দুই দলেরই ভালো স্পিনার আছে। আমার মনে হয় স্পিনাররা বড় ভূমিকা রাখবে কাল।' 

বাংলাদেশের স্পিন আক্রমণের নেতৃত্বে অধিনায়ক সাকিব আল হাসানই। থাকবেন মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান। অন্যদিকে দারুণ স্পিন আক্রমণ নিউজিল্যান্ডেরও। মিচেল স্ট্যান্টনারের সঙ্গে আছেন ইশ সোধি আর রাচিন রবীন্দ্র।

কদিন আগেই বাংলাদেশে গিয়ে বাংলাদেশকে ধসিয়ে এসেছেন লেগ স্পিনার সোধি। তবু উপমহাদেশের দল হওয়ায় এই মাঠে বাংলাদেশ বেশ ভালোই চেনা আবহ পাবে বলে মনে করেন উইলিয়ামসন, 'নিশ্চয়ই উপমহাদেশের এইসব কন্ডিশনে তার খুব পরিচিত। অনেক ম্যাচ তারা জিতেছে এসব কন্ডিশনে।'

স্পিনারদের ভূমিকা বেশি থাকায় এই মাঠে ওয়ানডেতে ২৩ ম্যাচে কেবল পাঁচবার দেখা গেছে তিনশো ছাড়ানো স্কোর। এবার বিশ্বকাপে বাকি ভেন্যুগুলোতে সাড়ে তিনশো ছাড়ানো পুঁজি দেখা গেলেও এখানে তিনশোর নিচের পুঁজি নিয়েই লড়াই জমতে পারে তুমুল।

Comments

The Daily Star  | English

UP chairmen’s absence: People suffer amid service disruptions

The situation worsened after the launch of "Operation Devil Hunt" in early February

10h ago