ওয়ার্নারের জরিমানা হওয়া উচিত, মনে করেন ডুল

আউট হয়ে মাঠ ছাড়তে ছাড়তে ক্ষোভে কী যেন বিড়বিড় করছিলেন! ডেভিড ওয়ার্নারের রাগ যেন থামছিলই না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১১ রানে এলবিডব্লিউ হয়ে অস্ট্রেলিয়ার ব্যাটার যেভাবে ক্ষোভ দেখিয়েছেন, তাতে তার জরিমানা হওয়া উচিত। এমনটা মনে করছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমুন ডুল।
নেতিবাচক আচরণের ওয়ার্নারের ম্যাচ ফি কাটা পড়ার শাস্তি না পাওয়াটা মানতেই পারছেন না ডুল। ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজের লাইভ শোতে তিনি বলেছেন, 'ওয়ার্নারকে কিছু ম্যাচ ফি খোয়াতেই হবে। তা যদি না হয়, তাহলে সেখানে গড়বড় আছে। যেভাবে সে ফিরে তাকাল এবং (আম্পায়ার) জোয়েল উইলসনকে উদ্দেশ্য করে কটূক্তি করলো… তার ম্যাচ ফির কিছু অংশ কাটতে হবেই। এমন কাণ্ড আমাকে পোড়ায়।'
ঘটনা শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলের পর। ওভার দ্য উইকেট থেকে দিলশান মাদুশাঙ্কার করা বলটা গিয়ে লাগে ওয়ার্নারের পায়ে। উইলসন আঙুল তুলতেই রিভিউ নেন অজি ওপেনার। পরে রিভিউতে দেখা যায় আম্পায়ারস কল। অর্থাৎ আম্পায়ার আউট না দিলে বেঁচে যেতেন ওয়ার্নার। ওই আউটটা এরপর মানতেই পারছিলেন না তিনি। রিভিউ দেখেই ক্ষোভ উগরে দেওয়া শুরু করেন উত্তেজিত বাঁহাতি তারকা।
ডুল ব্যাখা করেছেন কেন ওয়ার্নারের জরিমানা হওয়া উচিত, 'এটা আউট দেওয়া হয়েছে, বল স্টাম্প ছুঁয়ে যাচ্ছে। এরপর যখন ওয়ার্নার ফিল্ডিং করবে, রান আউটের চেষ্টা করবে এবং বল সামান্য স্টাম্প স্পর্শ করে গেলে, বেইল পড়ে গেলে, সে কি ওই ব্যাটারকে গিয়ে বলবে, "দু:খিত, ফিরে আসো। এটা স্টাম্প সামান্য ছুঁয়েছে।" বল যদি স্টাম্পে আঘাত হানে, এটা আউট।'
ওয়ার্নারকে একটা উপদেশ দিয়ে আম্পায়ার উইলসনের সিদ্ধান্তটা ডুল দেখেছেন সঠিক হিসেবে, 'আম্পায়ারকে উদ্দেশ্য করে কটূক্তি করো না। সে ওটা (বল) ততক্ষণাৎ দেখছে। আমি যখন সরাসরি প্রথম দেখেছি, ভেবেছি ক্লোজ ছিল। অথচ আম্পায়ার একবার দেখে সিদ্ধান্ত নিচ্ছেন এবং দিনশেষে তার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। এটা খারাপ সিদ্ধান্ত ছিল না, এটা ভুল ছিল না।'
গতকাল সোমবার লখনউতে হওয়া শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচের পর এখনও জরিমানা সংক্রান্ত কোনো ঘোষণা আসেনি।
Comments