বাংলাদেশের নেটে দেশ থেকে আসা লেগ স্পিনার

বাংলাদেশের বিশ্বকাপের অনুশীলন জার্সি থেকে ভিন্ন জার্সি পরা তরুণকে নামতে দেখা গেল। কাছে এগুতেই মিলল পরিচয়। মুম্বাইতে দলের অনুশীলনে বাংলাদেশের বয়সভিত্তিক দলের লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি যোগ দিয়েছেন। তার অবশ্য আসার কথা ছিল আরও আগে। ভিসা জটিলতায় দেরি হয়েছে।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, গত পরশু মুম্বাই আসেন ওয়াসি। স্কুল ক্রিকেট থেকে উঠে আসা এই লেগি কিছু ম্যাচ খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। এবার তার জন্য শেখার বড় সুযোগ। বিশ্বকাপের মতন আসরে দলের সঙ্গে থাকবেন, অনুশীলন করবেন। বড় মঞ্চের আঁচ নিশ্চিতভাবেই শাণিত করার সুযোগ দেবে তাকে।
বাংলাদেশের নেটে শুরু থেকেই বল করতে দেখা যায় তাকে। স্পিন বোলিং কোচ রঙ্গণা হেরাথ তার ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছিলেন। লিটন দাস, তানজিদ হাসান তামিম, মাহমুদউল্লাহ রিয়াদকে বল করার পর সাকিব আল হাসানকেও বল করেন তিনি। কিছু আলগা বল দিলেও কয়েকটি বলে ব্যাটারদের পরাস্তও করতে দেখা যায় তাকে।
বাংলাদেশ দলের সঙ্গে বিশ্বকাপের শুরু থেকেই ঘুরছেন ভারতীয় রিষ্ট স্পিনার কারাপ্পা জিয়াস। জাতীয় দলের আশেপাশে কোন লেগ স্পিনার না থাকায় রিষ্ট স্পিনে বরাবরই ভুগতে দেখা যায় বাংলাদেশ দলকে।
এবার বাংলাদেশ ছাড়া সবগুলো দলেই আছেন অন্তত একজন লেগ স্পিনার। ব্যাটিং বান্ধব উইকেট আর ছোট বাউন্ডারিতে ফিঙ্গার স্পিনারদের কাজটা কঠিন।
বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা দলে আছেন বাঁহাতি রিষ্ট স্পিনার তাবরাইজ শামসি। তবে এবার বিশ্বকাপে তাকে খেলাচ্ছে না প্রোটিয়ারা। বলা যায় না, বাংলাদেশের রিষ্ট স্পিনার দুর্বলতা বিবেচনায় তাকে নামিয়েও দিতে পারে তারা। সেই সম্ভাবনা থাকায় প্রস্তুত হচ্ছেন সাকিবরা।
Comments