সাকিব-সাঙ্গাকারার রেকর্ড ভাঙলেন কোহলি

বিরাট কোহলি মাঠে নামলেই যেন হয় নতুন কোনো রেকর্ড। এই বিশ্বকাপেই বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি। এদিন শ্রীলঙ্কার বিপক্ষেও দুটি নতুন রেকর্ড গড়লেন এই তারকার। নন-ওপেনার হিসেবে বিশ্বকাপে সর্বাধিক পঞ্চাশোর্ধ্ব রানের রেকর্ড এখন এই ভারতীয় ক্রিকেটারের। এছাড়া সবচেয়ে বেশিবার এক ক্যালেন্ডার ইয়ারে হাজার রান করার রেকর্ডও এখন তার।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রায় শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে হারালে মাঠে নামেন কোহলি। এরপর অসাধারণ ব্যাটিংয়ে তুলে নেন আরও একটি ফিফটি। তাতেই শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে দেন তিনি।
এতো বিশ্বকাপে নন-ওপেনার হিসেবে সর্বাধিক ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক ছিলেন সাঙ্গাকারা ও সাকিব। এ দুই ক্রিকেটারই ৩৫ ইনিংসে করেছিলেন এই কীর্তি। এদিন লঙ্কানদের বিপক্ষে ফিফটি তুলে নেওয়ায় কোহলির ফিফটি সংখ্যা দাঁড়ালো ১৩'তে। নতুন এই কীর্তি গড়তে কোহলির প্রয়োজন হয়েছে ৩৩ ইনিংস।
তবে সবমিলিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ডটি ভারতীয় সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের। ৪৪ ইনিংসে ২১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন এই কিংবদন্তি। শচীনের এই রেকর্ড ভাঙার অনেক পেছনে থাকলেও এদিন তার অন্য একটি রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি।
ব্যক্তিগত ৮৮ রানে মাদুশাঙ্কার বলে আউট হওয়ার আগে চলতি বছরে হাজার পূরণ করেছেন কোহলি। তাতেই পেছনে ফেলে দেন শচীনকে। এ নিয়ে আটবার এক ক্যালেন্ডার ইয়ারে হাজার রান করলেন কোহলি। অর্থাৎ এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশিবার হাজার রান করা খেলোয়াড় এখন তিনি। এর আগে ২০১৯ সালের ক্যালেন্ডার ইয়ারে হাজার রান করে শচীনের সাতবারের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি।
Comments