বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

চলতি বিশ্বকাপে একের পর এক ম্যাচ জিতে রীতিমতো উড়ছে ভারত। এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। তবে এই উড়ন্ত যাত্রায় বড় ধাক্কা খেয়েছে দলটি। চোটের কারণে ছিটকে গেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এরমধ্যেই নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ম্যাচ মিস করেছেন হার্দিক। তবে সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের আরও দুটি লিগ ম্যাচ বাকি। সে ম্যাচ তো বটেই বিশ্বকাপেই আর খেলতে পারবেন না তিনি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো অনুসারে, গোড়ালিতে লিগামেন্টে ক্ষতি হয়েছে হার্দিকের। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন চলছে তার।
হার্দিকের পরিবর্তে অলরাউন্ডার নয়, একজন পেসারকে বেছে নিয়েছে বিসিসিআই। প্রসিধ কৃষ্ণর নাম পাঠিয়েছিল তারা। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিশ্বকাপের টেকনিকাল কমিটি। ১৯টি ওয়ানডে ম্যাচ খেলা প্রসিধকে খেলানোর তেমন কোনো সম্ভাবনা নেই। আসরে দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি ত্রয়ী। তাই শার্দুল ঠাকুরকেও থাকতে হচ্ছে সাইড লাইনে।
গত ১৯ অক্টোবর বাংলাদেশের ইনিংসের নবম ওভারে চোট পান হার্দিক। নিজের প্রথম ওভারে বল করতে এসে তিন বলের বেশি করতে পারেননি। তৃতীয় ডেলিভারিটি করার পর লিটন দাসের স্ট্রেইট ড্রাইভ ঠেকাতে গিয়ে বেকায়দায় পড়ে যান হার্দিক। এতে তার বাম পায়ের গোড়ালি মচকে যায়। মাঠেই বেশ কিছুক্ষণ সেবা-শুশ্রূষা দেওয়ার বোলিংয়ের জন্য উঠেও দাঁড়িয়েছিলেন হার্দিক। কিন্তু তীব্র ব্যথা অনুভব করায় শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
প্রাথমিকভাবে যখন চোট পান হার্দিক, তখন মনে হয়েছিল যে একটি বা দুটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। স্ক্যানের রিপোর্টেও তেমন উদ্বেগের কিছু মেলেনি। কেবল বিশ্রামের পরামর্শ দেওয়া হয় তাকে। ধারণা করা হয়েছিল অন্তত সেমি-ফাইনালে নিশ্চিত ফিরতে পারবেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ছিটকেই গেলেন তিনি।
Comments