জমে উঠেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ (রক্ষণশীল) দলের নেতৃত্বের লড়াই। টোরি দল নামেও পরিচিত দলটির নেতা যিনি হবেন, তিনিই দেশের প্রধানমন্ত্রী হবেন।
যুক্তরাজ্যে বরিস জনসনের পরিবর্তে নতুন নেতা ও দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের দৌড়ে আজ প্রথম আনুষ্ঠানিক ধাপ হিসেবে কনজারভেটিভ (রক্ষণশীল) টোরি দলের সংসদ সদস্যরা ভোটাভুটি করবেন।