নদীকে সাগরে পৌঁছার জন্য যেমন পানি দরকার, তেমনি তার শরীরের গঠন আর ভারসাম্যের জন্য দরকার বালুর। পানির সবটুকু নিয়ে নিলে যেমন নদী বাঁচে না, তেমনি নদীর বালু-মাটি কেড়ে নিলে সেও টেকে না।