ছেলেকে খেলার মাঠ থেকে ডাকতে গিয়ে গুলিবিদ্ধ শিপন
ছেলেকে খেলার মাঠ থেকে ডাকতে গিয়ে চট্টগ্রামের টাইগারপাস সড়কে গুলিবিদ্ধ হয়েছেন রিকশাচালক শিপন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
'আমার ছেলে পলোগ্রাউন্ড মাঠে ফুটবল খেলছিল। তাকে ডাকতে সিআরবির বাসা থেকে সেখানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছি,' বলেন শিপন।
শিপনের স্ত্রী সাহেদা মানুষের বাসায় কাজ করেন। তাদের দুই ছেলে সন্তান রয়েছে। সাহেদা প্রশ্ন করেন, 'আমরা এসব আন্দোলন বুঝি? দুই বেলা ভাতের জন্য দিনরাত কাটি। কেন আমার স্বামীকে গুলি করা হলো?'
বন্দর নগরীর নিউমার্কেটের একটি মোবাইল দোকানের কর্মচারী মোহাম্মদ আশিকও (২৩) গুলিবিদ্ধ হয়েছেন। রিয়াজউদ্দিন বাজারের মনির টাওয়ারের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে তার ডান পায়ে গুলি লেগেছে।
আজ রোববার সকাল ১১টা ২০ মিনিটের দিকে বন্দর নগরীর তিন পোলের মাথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
একই ওয়ার্ডে থাকা আশিক বলেন, 'কাজ না করলে উপোষ থাকতে হবে। তাই ঝুঁকি নিয়ে কাজে যাচ্ছিলাম। পথে গুলি লেগেছে আমার পায়ে।'
কাতরাতে থাকা আশিকের পাশে বসে ছিলেন তার বাবা জালাল মাঝি। তিনি বলেন, 'ছেলেকে বিকালে বাড়িতে (নোয়াখালীর সেনবাগ) চলে যাওয়ার জন্য ৭০০ টাকা গাড়ি ভাড়া দিয়েছিলাম। আন্দোলনের কারণে চাকরি নাই, তাই বাড়িতে পাঠিয়ে দিচ্ছিলাম। কিন্তু এখন সে হাসপাতালে কাতরাচ্ছে।'
ক্যাজুয়ালটি ওয়ার্ডেই চিকিৎসাধীন রয়েছেন মাথায় ধারালো অস্ত্রের আঘাতে আহত আবুল হাসনাত (২৫)। তিনি চট্টগ্রাম আইনজীবী ভবনের ক্যান্টিনের কর্মী।
নিউমার্কেট এলাকার গাজি টাওয়ারের বাসিন্দা হাসনাত। সকাল সাড়ে ১১টার দিকে তার বাসার তিন তলায় গিয়ে হামলাকারীরা তাকে কুপিয়ে আহত করেছে।
'গণ্ডগোল চলাকালীন আমি বাসা থেকে বেরিয়ে তিন তলায় দাঁড়িয়ে বাইরের পরিস্থিতি দেখছিলাম। তারপর দেখি, উত্তেজিত কিছু লোক সিঁড়ি বেয়ে উঠে পড়ছে। একদল যুবক এসে আমাকে ধারালো দেশিয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে আমি জ্ঞান হারিয়ে ফেলি,' বলেন হাসনাত।
মোটরসাইকেলের সরঞ্জাম কিনে ফেরার পথে আহত হয়ে একই ওয়ার্ডে এসেছেন নগরের চান্দগাঁও এলাকার বাসিন্দা দিল মোহাম্মদ নয়ন (৩০)। তার মাথায় কাঠের লাঠি দিয়ে আঘাত করেছে সন্ত্রাসীরা।
Comments