বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার সুযোগ

 বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার সুযোগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীতে ৯০ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১ নভেম্বর থেকে আগামী বছরের ২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড- 'এ'। 'ও' লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-'বি' এবং 'এ' লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড-'বি'।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশি নাগরিক ও অবিবাহিত হতে হবে। বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর (২৪ জুন ২০২৪ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় ৷

উচ্চতা ও বুকের মাপ

পুরুষ প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ: কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি

নারী প্রার্থী: জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য- কমপক্ষে ৬২ ইঞ্চি । বুকের মাপ: কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।

বেতন ভাতা: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,৫০০.০০ টাকা এবং প্রশিক্ষণশেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য।

অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা 

ক্যারিয়ার: বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এ ছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার এবং ফিন্যান্স অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ ।

বিদেশে প্রশিক্ষণ: প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং কমিশনপ্রাপ্তির পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ।

উচ্চ শিক্ষা সুবিধা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ দেশে-বিদেশে মাস্টার্স ও পিএইচডিসহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ। 

জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ।

বাংলাদেশ দূতাবাস: বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক বা সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ

বাসস্থান ও রেশন: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত, সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ।

সন্তানদের অধ্যয়ন: সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল বা কলেজে (বাংলা ও ইংলিশ ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম) এ অধ্যয়নের সুযোগ।

যাতায়াত: বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারযোগে যাতায়াতের সুযোগ। 

গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লট: শর্তসাপেক্ষে সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিওএইচএস-এ প্লট প্রাপ্তির সুযোগ।

চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা; প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।

শাখা পরিবর্তনের সুযোগ: উড্ডয়নে অকৃতকার্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শূন্যপদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ ।   

অনলাইনে আবেদনের নিয়মাবলি: সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে 'Apply Now'-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০/- টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। কেবল বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধু প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন। এজন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের নাম্বার প্রদানপূর্বক 'Eligible for Application Without Payment' অপশনটি 'Yes' নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে। 

কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে ২৪ ঘণ্টার মধ্যে তা [email protected] -এ আবেদনের জন্য ব্যবহৃত ইমেইল অ্যাড্রেস থেকে পেমেন্ট ইনভয়েসের কপি বা প্রমাণসহ ই-মেইল করে জানাতে হবে। উক্ত আবেদেনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ: ১ নভেম্বর ২০২৩।

আবেদনের পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৪। 

সরকারি স্বাস্থ্যবিধি মেনে সব পরীক্ষা গ্রহণ করা হবে।

বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য যোগাযোগের ঠিকানা: https://joinairforce.baf.mil.bd, হেল্প ডেস্ক : ০১৭৬৯৯৯০৮৮০ (সকাল ৮টা থেকে বিকেল ৩টা)। ইমেইল: [email protected]

বিস্তারিত দেখুন এই লিংকে

 

গ্রন্থনা: আহমেদ হিমেল

 

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

29m ago