আগামী অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি কমে ১৩ শতাংশ হতে পারে

নতুন অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণায় বাংলাদেশ ব্যাংক বলেছে, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি আগামী অর্থবছরে কমে ১৩ শতাংশ হতে পারে। বিদেশে পণ্যের চাহিদা কমে যাওয়ার কারণে এমনটা হতে পারে।

নতুন অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণায় বাংলাদেশ ব্যাংক বলেছে, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি আগামী অর্থবছরে কমে ১৩ শতাংশ হতে পারে। বিদেশে পণ্যের চাহিদা কমে যাওয়ার কারণে এমনটা হতে পারে।

আগামীকাল ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে পর্যন্ত বাংলাদেশের রপ্তানি আয়ে ৩৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই ১১ মাসে রপ্তানি থেকে আয় হয়েছে ৪৭ দশমিক ১৭ বিলিয়ন ডলার। জুন মাস ধরে অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি হতে পারে ৩২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রক্ষেপণ অনুযায়ী, আগামী অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি কমে হতে পারে ১৩ শতাংশ। বিদেশে পণ্যের চাহিদা কমে যাওয়ায় রপ্তানি আয়ে প্রবৃদ্ধি কমতে পারে ধারণা করছে কেন্দ্রীয় ব্যাংক।

মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংক বলেছে, দেশীয় বাজারে পণ্যের উচ্চ চাহিদার কারণে আমদানি খরচ বাড়তে পারে।

বিদায়ী অর্থবছরের ১১ মাসে আমদানি ব্যয় বেড়েছে ৩৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আগামী অর্থবছরের জন্য কিছুটা 'সতর্কতামূলক' মুদ্রানীতি ঘোষণা করেছে। এর আলোকে মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে বাজারে অর্থপ্রবাহ কমে আসবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর ফজলে কবির নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।

 

Comments

The Daily Star  | English
Default loans

High bad loans a 'big threat' to financial sector: BB

The central bank said in quarterly review on money and exchange rate

3h ago