রিজার্ভ ধরে রাখতে পলিসি রেট আরও বেড়ে ৫.৫০ শতাংশ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে নতুন মুদ্রানীতিতে পলিসি রেট (রেপো সুদ হার) আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৫০ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রতীকী ছবি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে নতুন মুদ্রানীতিতে পলিসি রেট (রেপো সুদ হার) আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৫০ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক।

অর্থাৎ ব্যাংকগুলোকে নতুন নির্ধারিত এই হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংক ঋণ নেওয়ার পরিমাণ কমে আসতে পারে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রায় ২ বছর পর গত ২৯ মে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া, আমদানি বিকল্প পণ্য উৎপাদনে পুনঃঅর্থায়ন স্কিম চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে মূল্যবান বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করা সম্ভব হবে বলে মুদ্রানীতিতে উল্লেখ করা হয়েছে।

মুদ্রানীতিতে আমদানি কমাতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদের মার্জিন আরও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

এর ফলে বিলাসবহুল পণ্য, ফল, খাদ্যশস্য বহির্ভূত খাদ্যপণ্য, কৌটা ও প্রসেসড খাদ্য আমদানি কমে আসবে বলে মনে করা হচ্ছে।

Comments