ডলারের দর ৫০ পয়সা কমে আজ ৯১.৫ টাকা

গত কয়েক মাস ধরে মার্কিন ডলারের বিপরীতে টাকার টানা দরপতনের পর আজ স্থানীয় মুদ্রার দর ৫০ পয়সা বেড়েছে। আন্তব্যাংক লেনদেনে আজ প্রতি ডলারের দর ছিল ৯১ টাকা ৫০ পয়সা।
তবে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, টাকার এই মূল্যবৃদ্ধি সাময়িক হতে পারে। ডলারের সংকটে দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার এখনো চাপের মুখে রয়েছে।
গতকাল মঙ্গলবার টাকার মান ৫ পয়সা কমে ডলারের দর ৯২ টাকায় পৌঁছেছিল। এর আগের দুই দিনে টাকার মান ২ টাকা ৫ পয়সা কমে।
চাপ সামলাতে কেন্দ্রীয় ব্যাংক গতকাল মঙ্গলবার ১২৪ মিলিয়ন মার্কিন ডলার বাজারে ছেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ১ জুলাই থেকে এই মাসের ৮ জুন পর্যন্ত রেকর্ড ৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলার বাজারে ছাড়া হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় দেশের বাজারে এখনো ডলার সংকট আছে।
পর এ বছরের শুরুর দিক থেকে দেশের আমদানি ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। এর আগে করোনা মহামারির প্রভাবে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের সাম বেড়েছিল। লকডাউনের কারণে তখন বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাও সংকটের মুখে পড়েছিল। এই সংকট থেকে পুরোপুরি উত্তরণ ঘটার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সংকট আরও গভীর হয়েছে।
এই বিশ্ব পরিস্থিতিতে গত কয়েক মাসে দেশের আমদানি ব্যয় বড়ে গেছে। এর ফলে ডলারের বিপরীতে ব্যাপকভাবে চাপে পড়েছে টাকা।
Comments