দুই দশক পর ইউরোকে ছাড়িয়ে গেল ডলার

ছবি: রয়টার্স

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোকে ছাড়িয়ে গেছে মার্কিন ডলার। আজ বুধবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৫ মিনিটে প্রতি ইউরোর দাম কমে শূন্য দশমিক ৯৯৮ ডলার হয়। এক দিনে শূন্য দশমিক ৪ শতাংশ মূল্য হারিয়েছে ইউরোপের ১৯টি দেশের এই একক মুদ্রা।

চলতি বছর ডলারের বিপরীতে ১২ শতাংশ মূল্য হারিয়েছে ইউরো।

ইউরোপে জ্বালানি সরবরাহ রাশিয়া সীমিত করতে পারে বলে কয়েক দিন থেকেই আশঙ্কা ঘনীভূত হচ্ছে। এটা ঘটলে অর্থনৈতিক মন্দায় পড়তে পারে ইউরোপের অর্থনীতি।

এর মধ্যে মূল্যস্ফীতি সামাল দিতে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াচ্ছে। সেই তুলনায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ায়নি। এতে ইউরোর মান আরও কমে গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ালে সেই মুদ্রার মান বৃদ্ধির প্রবণতা দেখা যায়। সুদের হার বাড়লে মুনাফার আশায় বিদেশি বিনিয়োগকারীরা ওই মুদ্রায় সম্পদ ধরে রাখতে আগ্রহী হন।

গত কয়েক মাস ধরে ডলার অন্যান্য মুদ্রার তুলনায় শক্তিশালী হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অস্থিরতার মধ্যে বিনিয়োগকারীরা এখন ডলারে বেশি বিনিয়োগ করছেন। এর মধ্যেই আবার সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক।

মুদ্রার দরপতন হলে সেই দেশগুলোর আমদানি খরচ বেড়ে যায়। এতে ডলারে লেনদেন হয় এমন পণ্য যেমন: অপরিশোধিত তেলের দাম বেশি বাড়ে। ফলাফল হিসেবে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে।

জুন মাসে ইউরোজোনে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬ শতাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক আগামী সপ্তাহ থেকে সুদের হার বাড়াতে পারে।

১৯৯৯ সালে ইউরো চালু হওয়ার পর শুরুতে এর দাম ডলারের নিচে ছিল। ২০০২ সালের ডিসেম্বরে ইউরোর দাম ডলার ছাড়ায়। এর ২০ বছর পর আবার ডলারের দাম ইউরোর ওপরে উঠল।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

1h ago