পরশু থেকে বেনাপোল দিয়ে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ 

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আগামী ১২ অক্টোবর থেকে ৪ দিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে, এ সময়ে কাস্টমস ও বন্দরের পণ্য খালাস প্রক্রিয়া ও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আগামী ১২ অক্টোবর থেকে ৪ দিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে, এ সময়ে কাস্টমস ও বন্দরের পণ্য খালাস প্রক্রিয়া ও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

আজ বুধবার বেনাপোল কাস্টমস চেকপোস্ট হাউজের যুগ্ম-কমিশনার নুশরাত জাহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'দুর্গাপূজার ছুটি থাকায় ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে।'

যোগাযোগ করা হলে ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সশংক রায় দ্য ডেইলি স্টারকে জানান, ১৬ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।

বন্দর সূত্র জানায়, দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল হয়ে প্রতিদিন গড়ে পণ্য বোঝাই ৩০০ থেকে ৩৫০ ট্রাক পণ্য আমদানি হয় ভারত থেকে। বাংলাদেশ থেকেও প্রতিদিন প্রায় ২০০ ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে।

এ দিকে, বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহমেদ জানান, পূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও, দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Comments

The Daily Star  | English
Workers rights vs corporate profits

How some actors gambled with workers’ rights to save corporate profits

The CSDDD is the result of years of campaigning by a large coalition of civil society groups who managed to shift the narrative around corporate abuse.

12h ago