অলিম্পিকে জয় দিয়ে শুরু জাপানের
নানা প্রতিবন্ধকতার মধ্যেও অবশেষে শুরু হয়েছে আলিম্পিক গেমস। যদিও এর আনুষ্ঠানিক যাত্রা হবে শুক্রবার থেকে। তবে এর আগে দলীয় বেশ কিছু ইভেন্ট মাঠে গড়াচ্ছে। ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে সফট বল। সেখানে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েই শুভ সূচনা করেছে স্বাগতিক জাপান।
স্থানীয় সময় সকাল ৯টায় ১০ বছর আগের প্রাকৃতিক বিপর্যয় ও পরমাণু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ফুকুশিমায় ৮-১ পয়েন্টের ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায় জাপান। মূলত সঙ্কট কাটিয়ে উঠায় জাপানের সক্ষমতার দৃষ্টান্ত বিশ্বের সামনে তুলে ধরতে অলিম্পিকের প্রথম খেলাটি ফুকুশিমায় আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি।
এবারের অলিম্পিকের মূল শহর টোকিও হলেও দলগত বিভিন্ন প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ের খেলা টোকিওর বাইরের বেশ কয়েকটি শহরে অনুষ্ঠিত হচ্ছে। তবে সিদ্ধান্ত অনুযায়ী, ফুকুশিমার আজুমা স্টেডিয়াম এদিন ছিল দর্শকশূন্য। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত সপ্তাহে দর্শক না ঢোকার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।
একই দিনে শুভ সূচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রও। ইতালিকে ২-০ পয়েন্টের ব্যবধানে হারায় তারা। এদিন ম্যাচ রয়েছে আরও একটি। যেখানে লড়াই করবে মেক্সিকো ও কানাডা।
এছাড়া সফটবলের এদিন মাঠে গড়াবে ফুটবলও। মহিলা ফুটবলের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের তিন শহর - টোকিও, মিয়াগি ও সাপ্পোরোতে। টোকিওতে মহিলা ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে সুইডেনের। সাপ্পোরোতে স্বাগতিক জাপানের প্রতিদ্বন্দ্বী কানাডা। এছাড়া চিলির বিপক্ষে গ্রেট ব্রিটেন, চীনের বিপক্ষে ব্রাজিল, জাম্বিয়ার বিপক্ষে নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করবে নিউজিল্যান্ড।
এদিকে অলিম্পিকের আসর মাঠে গড়ালেও ক্রমেই তা বাতিলের দাবী জোরালো হচ্ছে। জৈব-সুরক্ষা বলয় ভেঙে এরমধ্যেই করোনাভাইরাস হানা দিয়েছে অলিম্পিক ভিলেজে। শনিবার টোকিওতে নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৩৮৭ জনের। টানা ছয় দিন শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে শহরটিতে।
Comments