অচেনা প্রশ্নে হাবুডুবু খাবে অস্ট্রেলিয়া?

ollie robinson
ওলি রবিনসন। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে খেলা হলে জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রডকে নিয়ে ভাবতে হয় অস্ট্রেলিয়াকে। তবে এবার অজিদের জন্য থাকছে একদম ভিন্ন এক প্রশ্ন, যা তাদের জন্য একদম অচেনা। ইংল্যান্ড অধিনায়ক জো রুটের মতে কন্ডিশন বিচারে তাদের তুরুপের তাস হবে নবাগত ওলি রবিনসন।

চলতি বছরই টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ২৮ পেরুনো ডানহাতি পেসার রবিনসনের। এরমধ্যেই তিনি রেখে ফেলেছেন ছাপ। ৫ টেস্টের ক্যারিয়ারে ১৯.৬০ গড়ে ২৮ উইকেট নেওয়া হয়ে গেছে তার। আছে দুবার ৫ উইকেট নেওয়ার নজির।

ক্যারিয়ারের শুরুতে বিতর্কেও আলোচনায় এসেছেন তিনি। ২০১২ সালের বিদ্বেষমূলক এক সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে সাময়িক নিষিদ্ধও হতে হয়েছিল তাকে। সব ঝাপ্টা সামলে মাঠের পারফরম্যান্স তিনি রেখেছেন বহাল।

ব্রিসবেনে এবারের অ্যাশেজের প্রথম টেস্ট শুরুর আগে রুট জানালেন রবিনসনের তুখোড় ফর্মে একাদশ সাজানো নিয়েই মধুর সমস্যায় তারা,   'আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আপনি যখন দেখবেন কন্ডিশন বিচারে দারুণ করতে অনেকেই হায় উঁচিয়ে রেখেছে, তখন মধুর এক সমস্যা।'

এরপরই রবিনসনের দক্ষতা, বিরূপ পরিস্থিতি সামলে পারফর্ম করে যাওয়ার প্রশংসা করেন ইংল্যান্ড অধিনায়ক,  'দেখেন ওলি কীভাবে টেস্ট ক্রিকেটটা নিচ্ছে, এটা দুর্দান্ত। তার পারফরম্যান্স অসাধারণ। ক্যারিয়ারে এরমধ্যে কিছু ব্যাপার ওকে সামলাতে হয়েছে। সব সামলে পারফর্ম করে যাচ্ছে। বিভিন্নভাবে অবদান রাখছে এটা দুর্দান্ত।'

অস্ট্রেলিয়ায় রবিনসনের ভাল করার পেছনে আরেক যুক্তি রুটের। তার মতে দীর্ঘকায় হওয়ায় টেকনিক্যাল কিছু সুবিধা পাবেন রবিনসন,   'সে দীর্ঘকায়। তার রিলিজ পয়েন্ট অনেক উঁচুতে থাকে। এবং সে ল্যাটারাল মুভমেন্ট আদায় করতে পারে। আপনি দেখেন অস্ট্রেলিয়ায় যারা সফল হয়েছে, বিশেষ করে গ্যাবায় (ব্রিসবেনের মাঠ)। তার মধ্যে গ্লেন ম্যাকগ্রা, বর্তমান খেলোয়াড়রা তারা সবাই উঁচু। তারা ল্যাটারাল মুভমেন্ট পায়, রিলিজ পয়েন্ট অনেক উঁচুতে।'

'এটা বেশ ইতিবাচক যে অস্ট্রেলিয়ানরা এরমধ্যে তাকে নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে।'

রুটের কথার বাস্তব ভিত্তি মিলল স্টিভ স্মিথের ভাষ্যেও। রবিনসনকে নিয়ে আসলেই ভাবছে অস্ট্রেলিয়া। স্মিথ জানালেন ভারতের বিপক্ষে রবিনসনের বোলিং গভীরভাবে তলিয়ে দেখেছেন তিনি,  'আমি খুব কাছ থেকে ভারত-ইংল্যান্ড সিরিজে ওর বোলিং দেখেছি, খুব ভাল বল করে। সে যে লাইন ও লেন্থে বল করে সম্ভবত গ্যাবার কন্ডিশনের সঙ্গে তা খাপ খাবে।'

স্মিথ জানান, রবিনসনদের শক্তিমত্তা জেনেই প্রস্তুত হচ্ছেন তারা, নিচ্ছেন পরিকল্পনা,  'তাকে দেখে মনে হয় সে সব সময় আপনার রক্ষণের পরীক্ষা নেবে। আমি গ্যাবায় তাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছি। আমরা দেখার চেষ্ট করছি কীভাবে তারা বল করে, কী করে সাফল্য পায়। আশা করছি নিজেদের পরিকল্পনায় থাকতে পারলে সফল হবো।'

৮ ডিসেম্বর ব্রিসবেনে গ্যাবায় শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রথম টেস্ট।

 

 

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

42m ago