অদ্ভুত ভুলে পেনাল্টি গুনলেন বাবর

কিপারের গ্লাভস পরে ভুল বাবরের

এমন দৃশ্য আন্তর্জাতিক ক্রিকেটে একদম বিরলই বলা যায়। বাবর আজম হয়ত নিয়মটাই ভুলে গিয়ে থাকবেন। ফিল্ডিংয়ের তার অদ্ভুত ভুলে পাকিস্তানকে গুনতে হলো পাঁচ রান পেনাল্টি। ম্যাচের প্রেক্ষিতে অবশ্য যার প্রভাব পড়েনি। 

মুলতানে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের ঘটনা। রান তাড়ায় থাকা ক্যারিবিয়দের ইনিংসের ২৯তম ওভারে মোহাম্মদ নাওয়াজের বল স্কয়ার লেগে ঠেলে রান নিতে দৌড় দেন আলজেরি জোসেফ।

রান আটকাতে কিপার মোহাম্মদ রিজওয়ান থ্রো করার সুবিধার্থে নিজের গ্লাভস খুলে দৌড় দেন। বল ধরে তিনি যখন ফেরত পাঠাচ্ছেন। ব্যাকআপ করতে এসে বাবর তার ফেলা যাওয়া গ্লাভস পরে নেন। ওই হাতেই ধরেন রিজওয়ানের থ্রো।

এতেই হয়ে যায় অনিয়ম। আম্পায়ারদের নজরে আসায় নিয়ম অনুযায়ী ৫ রান পেনাল্টি করা হয় পাকিস্তানকে। নিয়মে আছে উইকেট কিপার ছাড়া আর কোন ফিল্ডার গ্লাভস পরতে পারবেন না। অনেক আন্তর্জাতিক ম্যাচে অভিজ্ঞতায় ঋদ্ধ বাবরেরও তা জানা থাকার কথা। কিন্তু মুহূর্তের উত্তেজনা তিনি হয়ত তা ভুলে গিয়েছিলেন।

এই ৫ রান পেনাল্টির পরও পাকিস্তান জিতেছে ১২০ রানের বিশাল ব্যবধানে। পাকিস্তানের করা ২৭৫ রানের জবাবে নিকোলাস পুরানের দল আটকে যায় ১৫৫ রানেই। আগের তিন ম্যাচে সেঞ্চুরি করা পাকিস্তান অধিনায়ক বাবর এদিনও দলের জয়ে রাখেন ভূমিকা। তার ব্যাট থেকে আসে ৭৭ রান।

বাবরের ভুলে অবশ্য বড় কোনো খেসারত দিতে হয়নি দলকে। ম্যাচ তো পাকিস্তানের মুঠোতেই ছিল। ২৭৬ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ওই বলের আগে ৭ উইকেটে ১৩১। একটু পরই ১৫৫ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ১২০ রানের জয়ে সিরিজ জয়ও নিশ্চিত করে পাকিস্তান। এই নিয়ে টানা ছয়টি ওয়ানডেতে ফিফটি বা তার বেশি রান করলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

1h ago