‘অশ্বিন যেভাবে বল করছে তাতে একটা উইকেটও পাবে না’

Ravichandran Ashwin
দল জিতলেও ভালো রবীচন্দ্রন অশ্বিনের কেটেছে হতাশার রাত। ছবি: আইপিএল

প্রথাগত অফ স্পিনার হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পেতে নানান বৈচিত্র্য নিয়ে কাজ করছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে নিজের শক্তির জায়গা ছেড়ে তার এমন ছুটোছুটি পছন্দ হচ্ছে না বীরেন্দ্রর শেবাগের। শেবাগ মনে করেন এভাবে করতে থাকলে সাফল্য পাবেন না এই স্পিনার।

বুধবার রাতে আইপিএলে এই অংশে নামেন অশ্বিন। সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে দিল্লি ক্যাপিটালস বড় জয় পেলেও তাতে অশ্বিনের কোন অবদান নেই। ২.৫ ওভার বল করে তিনি দিয়েছেন ২২ রান, মেলেনি কোন উইকেট। সবচেয়ে বড় কথা অশ্বিনকে এদিন একবারও অফ স্পিন করতে দেখা যায়নি।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের লাইভ শোতে শেবাগ সমালোচনা করেন অশ্বিনের বোলিংয়ের ধরণের,  'অশ্বিনের ধারণা ও যদি অফ স্পিন বল করে তাহলে যেকোনো সময় চার-ছয় খাবে। এই ভয়ে ও নানান পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছে।'

শেবাগের ধারণা অশ্বিনের দলে ধোনি থাকলে তাকে এমন পথে হাঁটতে দিতেন না, 'যদি উইকেটের পেছনে ধোনি থাকত, ওকে কিছুতেই এত পরীক্ষা-নিরীক্ষা করতে দিত না। মাঝে মাঝে বোলারকে বুঝতে হয় যে ব্যাটসম্যান মারলেও আউট হওয়ার সম্ভাবনা থাকে।'

প্রথাগত অফ স্পিনের সঙ্গে মাঝেমাঝে লেগ স্পিনের দক্ষতায় আছে অশ্বিনের। নানান রকম বৈচিত্র্য যোগ করে আগে সাফল্যও পেয়েছেন। দীর্ঘ তিন বছর পর ডাক পেয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলে, খেলবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে শেবাগের ধারণা শক্তি জায়গা ছেড়ে অশ্বিনের বৈচিত্র্যের দিকে ঝোঁক কমিয়ে দেবে তার সাফল্য,  'সে যেভাবে বল করছে আমার মনে হয় না একটা উইকেটও পাবে। যদি আবার সে অফ স্পিন শুরু করে তাহলে বোল্ড-এলবিডব্লিউ করতে পারবে। সিনিয়র ক্রিকেটার হিসেবে মাঝে ওভারে ওর ব্রেক থ্রো আনতে হবে।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

5h ago