অস্ট্রেলিয়ার সহকারি কোচের দায়িত্বে ভেট্টোরি

নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে সহকারি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। ছেলেদের দলে ভেট্টোরির পাশাপাশি কোচ সহকারি কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রে বোরোভেক। এই দুজন অ্যান্ড্রু ম্যকডোনাল্ডের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে কাজ করবেন। শ্রীলঙ্কায় 'এ' দলের সফরের পুরো দায়িত্ব থাকবে বোরোভেকের কাছে।
জেফ ভন জায়গা ছেড়ে দেওয়ায় সহকারি কোচের পদ শূন্য হয় অস্ট্রেলিয়ার। জাস্টিন ল্য্যাঙ্গার প্রধান কোচ থাকার সময় তার ডেপুটি ছিলেন ম্যাকডোনাল্ড। তিনি এখন প্রধান কোচ হয়ে যাওয়ায় সহকারি দুই কোচের পদ হয়ে যায় খালি। ভেট্টোরি আর বোরোভেক পূরণ করছেন তা।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভেট্টোরি বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্বও সামলেছেন একটা সময়। পাকিস্তান সফরে সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে কাজ করেছিলেন ভেট্টোরি। এবার তিনি পেলেন স্থায়ী দায়িত্ব।
প্রধান কোচ ম্যাকডোনাল্ড এই দুজনকে নিজের কোচিং স্টাফে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত, 'হাই পারফরম্যান্স স্কোয়াডের কোচ হিসেবে আন্দ্রের দুর্দান্ত দক্ষতা ও অভিজ্ঞতা দেখানোর নজির আছে।'
'ড্যানিয়েলের সঙ্গে আমি কাজ আগে কাজ করেছি। তার কাজের ধরণ নিয়ে বেশি বলার কিছু নাই। তার কাজের প্রতি নিবেদন ও সততা অসাধারণ। তার অভিজ্ঞরা ঋদ্ধ। তার অসাধারণ জ্ঞান দিয়ে দলকে সে অনেক কিছু দিবে।'
শ্রীলঙ্কা সফরে ৭ জুন টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার মিশন। সফরে তিন টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও দুই টেস্ট সিরিজ খেলবে অজিরা।
Comments