আইপিএলের মাঝপথে ধাক্কা খেল রাজস্থান

এবার রাজস্থান রয়্যালসের ছুটে চলায় ভূমিকা আছে শেমরন হেটমায়ারের। পাঞ্জাব কিংসের বিপক্ষে সবশেষ ম্যাচেও ১৬ বলে ৩১ রানের ক্যামিওতে দলকে জিতিয়েছিলেন তিনি। তবে আইপিএল রেখে আপাতত দেশে ফিরতে হচ্ছে তাকে।
হেটমায়ার দেশে ফিরছেন অবশ্য একটি সুখবরের জন্য। ২৫ বছর বয়েসী এই ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান প্রথমবারের মতো বাব হতে চলেছেন।
সন্তানের আগমন উপলক্ষে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ধাপেই তাকে ছাড়তে হচ্ছে রাজস্থানকে। তবে মাঝপথে দল ছাড়লেও শেষ দিকে আবার ফেরার আভাস দিয়ে রেখেছেন তিনি, 'সন্তানরা দুনিয়ায় একবারই আসে, এটি আমার প্রথম সন্তান। খুব জরুরী বলেই যাচ্ছি, তবে আমার সব সরঞ্জাম এখানে রয়ে যাবে।'
এবারের আইপিএলে ১১ ইনিংসে ৭২.২৫ গড় আর ১৬৬.২৮ স্ট্রাইকরেটে ২৯১ রান করেছেন হেটমায়ার। ১১ ইনিংসের মধ্যে সাতবারই অপরাজিত থাকায় গড় হয়েছে হৃষ্টপুষ্ট। শেষের ঝড়ের জন্য রাজস্থানের বড় ভরসা বেশিরভাগ ম্যাচেই মিটিয়েছেন দলের চাহিদা।
১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে থাকায় রাজস্থানের প্লে অফ রাউন্ডে খেলার সম্ভাবনা প্রবল। দল প্লে অফে উঠলে হেটমায়ারকে আবার দেখা যাবে।
Comments