আইসিসির সহযোগী সদস্যপদ পেল আরও তিনটি দেশ

ছবি: আইসিসি

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সদস্যপদ পেল আরও তিনটি দেশ। এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরিকোস্টকে সহযোগী সদস্যের মর্যাদা দেওয়া হলো।

ইংল্যান্ডের বার্মিংহামে চলমান বার্ষিক সম্মেলনে মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এতে সংস্থাটির সদস্য দেশের সংখ্যা বেড়ে হয়েছে মোট ১০৮। এদের মধ্যে সহযোগী সদস্য ৯৬টি, বাকি ১২টি পূর্ণাঙ্গ সদস্য।

কম্বোডিয়া ও উজবেকিস্তান যোগ হওয়ায় এশিয়া মহাদেশে আইসিসির সদস্য সংখ্যা এখন ২৫। অন্যদিকে, আইভরিকোস্ট আফ্রিকা মহাদেশে আইসিসির ২১তম সদস্য।

আইসিসির সদস্যপদ পেতে কোনো দেশকে সংস্থাটির নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়। সেখানে ঘরোয়া ক্রিকেটে সঠিক কাঠামো থাকার পাশাপাশি ৫০ ও ২০ ওভারের প্রতিযোগিতার জন্য চাহিদার ন্যূনতম সংখ্যক দল থাকতে হয়। তাছাড়া, নিশ্চিত করতে হয় জুনিয়র ও মেয়েদের ক্রিকেটে সাফল্য অর্জনের জন্য স্পষ্ট পরিকল্পনা। নতুন তিনটি দেশ আইসিসির এসব শর্ত পূরণ করেছে।

ক্রিকেট ফেডারেশন অব উজবেকিস্তান (সিএফইউ) ১৫টি দলকে নিয়ে মেয়েদের প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৭ দলকে নিয়েও একটি কার্যক্রম রয়েছে তাদের।

আইভরিকোস্ট ক্রিকেট ফেডারেশনের তৃণমূল পর্যায়ে শক্তিশালী কর্মসূচি রয়েছে। সেখানকার ছেলেদের জাতীয় লিগে রয়েছে আটটি দল। মেয়েদের ক্রিকেটের বিস্তারের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটি। ক্রিকেট বোর্ডে একজন নারী সদস্যকেও নিয়োগ দিয়েছে তারা।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব কম্বোডিয়া (সিএসি) করোনাভাইরাসের কারণে বিপাকে পড়েছিল। তবে চলতি বছর শেষ হওয়ার আগে মেয়েদের ক্রিকেটে সাফল্য অর্জনের জন্য সন্তোষজনক পরিকল্পনা তুলে ধরার সাপেক্ষে তাদেরকে সদস্যপদ দেওয়া হয়েছে। আগামী নভেম্বরে আটটি দল নিয়ে তারা একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করবে।

আইসিসির সদস্যপদ পেতে ইউক্রেন আবেদন করলেও সেটার অনুমোদন দেয়নি আইসিসি। রাশিয়ার আগ্রাসনের শিকার দেশটিকে ক্রিকেটীয় কার্যক্রম পরিচালনার অনুকূল পরিস্থিতি ফেরার অপেক্ষায় থাকতে হচ্ছে।

শর্ত পূরণ করতে না পারায় আইসিসির ২০২১ সালের বার্ষিক সাধারণ সভায় রাশিয়ার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এরপর গত এক বছরেও সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে তারা। তাই রাশিয়ার সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

BNP sticks to demand for polls by December

In a meeting with Chief Adviser Prof Muhammad Yunus last night, the BNP restated its demands that the next general election be held by December and the government immediately announce a roadmap to that end.

6h ago