আইসিসির সেপ্টেম্বর মাসের সেরার লড়াইয়ে নাসুম

আইসিসির সেপ্টেম্বর মাসের ছেলেদের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী ব্যাটসম্যান জাসকারান মালহোত্রা।
বুধবার ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে প্রকাশ করেছে 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ'-এর তিন জনের সংক্ষিপ্ত তালিকা।
গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে জেতে বাংলাদেশ। গোটা সিরিজে বল হাতে নাসুম ছিলেন দুর্দান্ত। আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষের রানের চাকায় লাগাম টানার পাশাপাশি উইকেট শিকারে নজর কাড়েন তিনি। সিরিজে ওভারপ্রতি ৪.৭৮ গড়ে ৮ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের টম ল্যাথামের সঙ্গে যৌথভাবে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচন হন তিনি।
চতুর্থ ম্যাচে মাত্র ১০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন নাসুম। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংয়ের নজির। সিরিজে দারুণ পারফরম্যান্স দেখানো নাসুমের সামনে এবার আরও বড় স্বীকৃতি অর্জনের হাতছানি।
মেয়েদের সেপ্টেম্বর মাসের সেরার লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংল্যান্ডের হিদার নাইট ও চার্লি ডিন এবং দক্ষিণ আফ্রিকার লিজেল লি।
চলতি বছর থেকে আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া চালু করেছে। আইসিসির ভোটিং একাডেমি ও সমর্থকদের যৌথ ভোটে নির্বাচিত করা হয় সেরাকে। ভোটিং একাডেমিতে জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের রাখা হয়েছে। তারা ভোট জমা দেন ই-মেইলে। আর নিবন্ধিত সমর্থকরা আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারেন। সেরা বাছাইয়ে একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় ৯০ ভাগ। বাকি ১০ ভাগ সমর্থকদের।
Comments