আচমকা ব্যাটিং ধসে হারল বাংলাদেশ

Nigar Sultana joti
নিগার সুলতানা জ্যোতি পারেননি বাংলাদেশকে জেতাতে। ছবি: আইসিসি

ফারিহা তৃষ্ণা, জাহানারা আলমের তোপে দক্ষিণ আফ্রিকাকে নাগালের মধ্যে আটকে রেখেছিল বাংলাদেশ। রান তাড়ায় দুই ওপেনার শামীমা সুলতানা আর শারমিন আক্তার সুপ্তা এনেছিলেন দারুণ শুরু। কিন্তু এরপরই প্রোটিয়া পেসার আয়োবাঙ্গা খাকার তোপে একের পর এক উইকেট হারিয়ে পথ হারায় নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমে সম্ভাবনা জাগিয়েও পুড়ে হতাশায়।

শনিবার নিউজিল্যান্ডের ডানেডিনে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে  ৩২ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট প্রোটিয়ারা করতে পেরেছিলে ২০৭ রান। ভালো অবস্থানে থেকে পা হড়কে যাওয়া জ্যোতিরা থামেন ১৭৫  রানে।

২০৮ রান তাড়ায় দুই ওপেনারই তুলে ফেলেছিলেন ৬৯। এরপর আচমকা ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৬৯ থেকে ৮৫- এই ১৬ রানের মধ্যেই পড়ে যায় ৪ উইকেট। অনায়াসে জয়ের পথ থেকে বাংলাদেশ চলে যায় খাদের কিনারে।

ডানহাতি পেসার খাকার বলে বোল্ড হয়ে ফেরেন ৫০ বলে ২৭ রান করা শামীমা। খানিক পর খাকার সিম ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ৭৭ বলে ৩৪ করা সুপ্তা। বাঁহাতি মুরশিদা খাতুন ক্রিজে এসেই ফুললেন্থ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে ধরা দেন কিপারের গ্লাভসে।

দলের বড় ভরসা ফারজানা হক পিংকি হয়ে যান রান আউট। ৮৫ রানে ৪ উইকেট পড়ার পর প্রতিরোধের চেষ্টায় ছিলেন রুমানা আহমেদ ও জ্যোতি। থিতু হয়ে রুমানাও শিকার খাকার। ৩২ বলে ২১ করা এই ব্যাটারও ক্যাচ দেন উইকেটের পেছনে। 

অভিজ্ঞ সালমা খাতুনের ব্যাট না হাসলেও রিতু মনি খেলায় ফিরিয়েছিলেন বাংলাদেশকে।

অধিনায়ক জ্যোতির সঙ্গে জমে উঠে তার জুটি। তবে ৫৩ রানের জুটির পর ভুল সময়ে ফেরেন রিতু। শাবনিম ইসমাইলের বলে বোল্ড হওয়ার আগে এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ৩৮ বলে ২৭ রান।

তখনই ম্যাচের গতিপথ ঠিক হয়ে যায়। জাহানারা আলম শেষ অবধি থাকলেও জ্যোতি টানতে পারেননি। ৫৯ বলে তার ২৯ রানের ইনিংস কাটা পড়ে রান আউটে।

এর আগে টস জিতে ফিল্ডিং বেছে স্বস্তিতে ছিল লাল সবুজের প্রতিনিধিরা। 

প্রোটিয়া দুই ওপেনার ৩০ রান আনার পর প্রথম আঘাত হানেন তৃষ্ণা। বাঁহাতি এই পেসারের বলে ফেরেন তাজমিন বিটস। দ্বিতীয় উইকেটেও আরেকটি জুটি পেয়েছিল তারা। 

দলের ৬৯ রানের ৫২ বলে ৪১ করে বিপদজনক খেলতে থাকা লাউরা ভলভার্টকে বোল্ড করে দেন রিতু মনি। 

খানিক পর লারা গডালকে তুলে নেন সালমা। বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা মন্থর হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। 

থিতু হওয়া মিগন ডু পেরেজকে নিজের বলে ক্যাচ বানান লেগ স্পিনার রুমানা। প্রতিপক্ষ অধিনায়ক সান লুস হন রানআউট। 

এরপর দক্ষিণ আফ্রিকাকে টেনেছেন চলবে ট্রেয়ন ও মারজান কপ। কপ ৪৫ বলে করেন ৪২ রান। ট্রেয়নের ব্যাট থেকে আসে ৪০ বলে ৩৯ রান। দুশো ছাড়ানো পুঁজি পেয়ে যায় তারা। যা পরে বাংলাদেশের জন্য হয়েছে কঠিন চ্যালেঞ্জের। 

সংক্ষিপ্ত স্কোর 

দক্ষিণ আফ্রিকা: ৪৯.৫ ওভারে ২০৭ (লাউরা ৪১, তাজমিন ৮, লারা ১২, লুস ২৫, পেরেজ ১৮, কপ ৪২, ট্রেয়ন ৩৯, ইসমাইল ৩, ক্লাস ৪*, খাকা ২ ; জাহানারা ২/২৮, তৃষ্ণা ৩/৩৫, সালমা ১/৪৬, রিতু ২/৩৬, নাহিদা ০/২৭, রুমানা ১/২৯)

বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ১৭৫ ( শামীমা ২৭, সুপ্তা ৩৪, ফারজানা ৮, মুরশিদা ০, রুমানা ২১, নিগার ২৯, সালমা ২, রিতু ২৭, জাহানারা ৫*, নাহিদা ০, তৃষ্ণা ০; ইসমেইল ১/৩৩, কপ ১/৩৭, খাকা ৪/৩২, ক্লাস ২/৩৬, লুস ০/১২, ট্রেয়ন ০/২২)

ফল: দক্ষিণ আফ্রিকা ৩২ রানে জয়ী। 

Comments

The Daily Star  | English

US seeks written tariff reduction proposals from Bangladesh

“We look forward to receiving a written offer from your government so that we can commence formal negotiations,” the USTR letter said

1h ago