আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার পূর্ণ করলেন বাবর

ছবি: টুইটার

গল টেস্ট শুরুর আগে তিন সংস্করণ মিলিয়ে বাবর আজমের রান ছিল ৯৯৭৯। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একটি মাইলফলক স্পর্শ করলেন তিনি। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে সবমিলিয়ে ১০ হাজার রান পূর্ণ হলো পাকিস্তানের অধিনায়কের।

রোববার চলছে পাকিস্তান ও শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। মধ্যাহ্ন বিরতির আগে ১০ হাজারি ক্লাবে নাম লেখান সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর। বাঁহাতি লঙ্কান স্পিনার প্রভাত জয়সুরিয়াকে কাট করে পয়েন্ট দিয়ে চার মেরে মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।

পাকিস্তানের ১১তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন বাবর। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ২০৫৪১ রান করে দলটির ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড সাবেক তারকা ইনজামাম-উল-হকের দখলে। তার ও বাবরের মাঝে অবস্থান করছেন যথাক্রমে ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, সাঈদ আনোয়ার, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি ও মিসবাহ-উল-হক।

বাবরের অর্জনের দিনে অবশ্য ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে পকিস্তান। প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ৭ উইকেটে ১০৪ রান। এক প্রান্ত আগলে বাবর খেলছেন ৭২ বলে ৩৪ রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে ১২ উইকেট নিয়ে রেকর্ড গড়া জয়সুরিয়া ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেও দেখাচ্ছেন জাদু। তার ঝুলিতে গেছে ৫ উইকেট।

তর্কসাপেক্ষে সময়ের সেরা ব্যাটার হিসেবে উচ্চারিত হয়ে থাকে ২৭ বছর বয়সী বাবরের নাম। সাম্প্রতিক বছরগুলোতে রানের বন্যা বইয়ে দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন তিনি। আইসিসি র‍্যাঙ্কিংয়েও মিলছে তার অসাধারণ সব পারফরম্যান্সের স্বীকৃতি। বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বাবর টেস্ট র‍্যাঙ্কিংয়ে আছেন চারে।

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিন সংস্করণের ক্রিকেটের আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠার হাতছানি রয়েছে বাবরের সামনে। এমনটা ঘটলে নিশ্চিতভাবে খেলাটির রেকর্ড বইতে চিরস্থায়ী হয়ে থাকবে তার নাম। গত মাসে এক সাক্ষাৎকারে বাবর নিজেও জানিয়েছেন এই কীর্তি গড়ার প্রত্যাশার কথা।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

56m ago