আবহাওয়া খেলার মতো উপযুক্ত ছিল না: নিগার

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওপেনার বাংলাদেশকে পাইয়ে দিয়েছেন দারুণ শুরু। এরপর পথ হারিয়ে বাংলাদেশের মেয়েরা পায় মাঝারি পুঁজি। যা পেরিয়ে সুজি বেটসের ঝড়ো ব্যাটিংয়ে অনায়াসে জিতেছে নিউজিল্যান্ড। তবে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বললেন, ডানেডিনের আবহাওয়া একদম খেলার জন্য উপযুক্ত ছিল না। ম্যাচের মধ্যে ফিল্ডারদের নিরাপত্তার কথা ভাবতে হয়েছে তাদের।
সোমবার ডানেডিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নেমে আসে ২৭ ওভারে। তাতে আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল ১৪০ রান। ৭ ওভার আগে ওই রান পেরিয়ে কিউইরা ডিএলএস মেথডে জিতে যায় ৯ উইকেটে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানান, খেলাটা এত একপেশে হয়েছে মূলত প্রতিকূল আবহাওয়ার কারণে। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় ছিল ভারি বৃষ্টি। কিন্তু আম্পায়াররা ম্যাচ বন্ধ করেননি, 'আমাদের যে সংগ্রহ ছিল বোর্ডে। সেটা খুবই ভাল ছিল। দ্বিতীয় ইনিংসে কন্ডিশন অনেক ভিন্ন ছিল। বৃষ্টি ছিল অনেক বেশি ছিল। আবহাওয়া খেলার মতো ছিল না। আমরা খেলেছি ওই অবস্থায়। বোলাররা ডিফিকাল্টিজ ফেইস করেছে ওই জায়গায়। এমনকি যারা আউটফিল্ডে ফিল্ড করেছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বল দেখতেও সমস্যা হয়েছে। এইজন্য বোলারদের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। নিউজিল্যান্ডের ব্যাটাররাও অবশ্য ভাল খেলেছে।'
নিগার জানান, প্রতিকূল আবহাওয়ার জন্য ফিল্ডারদের সতর্ক রেখে ম্যাচ চালানোর চিন্তা করতে হয়েছে তাদের, 'আমার খেলোয়াড়রা সেইফ থাকলে বাকি ম্যাচ তাদের নিয়ে খেলতে পারব। আপনারা বলতে পারেন এটা একটা অজুহাত বলতে পারেন যে প্রথম ইনিংস যখন ছিল তখনও তো বৃষ্টি ছিল। তখন বৃষ্টি এত ভারি ছিল না। আমরা যখন ফিল্ডিং করছিলাম তখন বৃষ্টিটা অনেক ভারি ছিল।'
'আমরা খুব সীমিত পরিসরের খেলোয়াড় নিয়ে এসেছি। কোন একটা খেলোয়াড় যদি চোটে পড়ে তাহলে বাংলাদেশ থেকে কোন প্লেয়ার এনে দশ দিনের কোয়ারেন্টিনের ব্যাপার থাকে। এরকম করতে গেলে টুর্নামেন্টই শেষ হয়ে যাবে।'
বৃষ্টির মধ্যে খেলা চালানো নিয়ে আম্পায়ারদের কাছে অভিযোগ করেও সুরাহা হয়নি। নিগার জানান তারা বিষয়টি ম্যাচ রেফারির নজরে আনবেন, 'আমরা যখন মাঠে ছিলাম তখন আম্পায়ারদের জিজ্ঞেস করেছিলাম এই অবস্থায় খেলা চালাব কিনা। তারা বারবার বলেছেন আপনারা কন্টিনিউ করে যান। অন দ্য ফিল্ড এর বেশি কিছু করার ছিল না। অফ দ্য ফিল্ড আমরা ম্যাচ রেফারিকে এই বিষয় জানাব।'
তবে কেবল আবহাওয়ার দায় দিলে বাস্তবতা ধরা দেয় না। এই ম্যাচে টস হেরে ব্যাট করতে গিয়ে বাংলাদেশ পেয়েছিল দারুণ শুরু। প্রথম ৬ ওভারে এসেছিল ৪৫ রান। ৯ ওভারে প্রথম উইকেট পড়ে ৫৯ রান। এত ভালো শুরু পরে আর ক্যারি করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। নিগার জানান এই জায়গায় তিনি নিজেও দায়িত্ব নিতে পারেননি, 'গত দুই ম্যাচে ওপেনাররা খুব ভালো শুরু দিয়েছে। প্রথমে কিন্তু আমরা কনসার্ন থাকি প্রথম ১০ ওভারে নতুন বলটা সামলানো নিয়ে। সেখানে ভালোভাবে সারভাইব করেছি। কিন্তু পরের ব্যাটারগুলো ক্যারি করতে পারছে না। কিন্তু এই ব্যাটাররাই ব্যাটিং করে আসছে। নাম যদি মেনশন করি যেমন রুমানা আহমেদ আছেন বা আরও যারা আছেন। সামহাউ এই জায়গায় কলাপ্স করেছে। পরের ম্যাচগুলোতে এখানে আমরা ওভারকাম করব।'
'আমি নিজেও দায়িত্ব নিয়ে খেলতে পারিনি। আশা করি জায়গায় কাজ করে পরের ম্যাচে ভালোভাবে ফিরব।'
১৪ মার্চ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পরের প্রতিপক্ষ পাকিস্তান।
Comments