আবেগের বশে রোহিতকে টেস্ট অধিনায়ক করা হয়েছে: যুবরাজ

দক্ষিণ আফ্রিকা সিরিজ হারের পর ভারতের টেস্ট সংস্করণের অধিনায়কত্বও ছেড়ে দেন বিরাট কোহলি। নতুন অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করে বিসিসিআই। অথচ বছর দুই আগেও টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন না 'হিটম্যান'। আর সিদ্ধান্তটি কেবল আবেগের বসেই নেওয়া হয়েছে বলে মনে করেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং।
মূলত অজিঙ্কা রাহানে দল থেকে বাদ পড়লে নতুন অধিনায়ক কে হচ্ছেন নিয়ে জল্পনা কল্পনার শুরু হয়। রোহিত ছাড়াও বিসিসিআইয়ের বিকল্পের তালিকায় লোকেশ রাহুল, রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনের নামও ছিল। কিন্তু অভিজ্ঞতার বিচারেই এগিয়ে যান রোহিত। টেস্ট অধিনায়ক হিসেবে সর্বসম্মত ভাবে নির্বাচিত করেছিলেন নির্বাচকরা।
রোহিতকে অবশ্য নেতা হিসেবে ফুল মার্কস দিচ্ছেন যুবরাজ। তবে সেটা কেবল সাদা বলের ক্রিকেটের জন্য। টেস্ট দলের অধিনায়ক করা নিয়ে আপত্তি তুলেছেন তিনি। সম্প্রতি হোম অফ হিরোস অন স্পোর্টস ১৮-তে কথোপকথনের সময়ে যুবরাজ বলেন, 'রোহিত চমৎকার নেতা। আমি মুম্বাই ইন্ডিয়ান্সে ওর অধীনে খেলতাম। খুব ভালো চিন্তাশীল, খুব ভালো অধিনায়ক। আরও আগে অন্তত সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হওয়া উচিত ছিল রোহিতের। কিন্তু যেহেতু বিরাট এত ভালো করছিল এবং দলও ভালো করছিল, তাই সেটা সম্ভব ছিল না।'
মূলত রোহিত চোট প্রবণ হওয়ায় আপত্তি তোলেন যুবরাজ, 'আমি মনে করি ওকে টেস্ট ক্রিকেটে অধিনায়ক করা একটি আবেগপূর্ণ সিদ্ধান্ত ছিল। যখন ওরা ওকে অধিনায়ক করেছিল তখনকার ফিটনেস সাপেক্ষে ঘোষণা করা হয়েছিল। ফিটনেস সাপেক্ষে আপনি আপনার টেস্ট অধিনায়ক ঘোষণা করতে পারেন না। ও চোট প্রবণ। ও এখন সেই বয়সে রয়েছে, যেখানে ওকে ওর শরীরের যত্ন নিতে হবে।'
চোট প্রবনতার কারণে রোহিতকে টেস্ট দলের নেতৃত্ব থেকে সরিয়ে কেবল ব্যাটার হিসেবে খেলানোয় বেশি কার্যকরী হবে বলে মনে করেন এ অলরাউন্ডার, 'এটা টেস্ট অধিনায়কত্বেও ওর উপর চাপ বাড়াবে। টেস্ট ক্রিকেটে ইনিংস শুরু করার মাত্র কয়েক বছর হলো। ও ভালো খেলছে। ওকে টেস্ট ক্রিকেটে ওর ব্যাটিংয়ে ফোকাস করতে দেওয়াই ভালো। আমি আশা করি ও সেটাই উপভোগ করবে।'
Comments