ঈদের দিনে ভক্তদের জন্য সাকিবের ‘বিশেষ অফার’

Shakib Al Hasan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেললেও ওয়ানডে না খেলে সাকিব আল হাসান ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে পরিবারের সঙ্গেই কাটছে তার ঈদ। ঈদের দিনে ভক্তদেরও নিরাশ করেননি এই তারকা। ঘোষণা দিয়েছেন এক আকর্ষণীয় উপহারের।

বাংলাদেশ টেস্ট অধিনায়ক নিজের স্বীকৃত ফেসবুক পাতায় সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোন বিষয়গুলি আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করবো, কিছু সময় কাটাবো এবং আমার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী তুলে দিবো।'

এই সম্পর্কিত সাকিবের পোস্টে আগামী ১৭ই জুলাই, বিকাল ৫ টা পর্যন্ত ভিডিও পোস্ট করার সুযোগ পাবেন। যার ভিডিও সবচেয়ে ভালো বলে বিবেচনা করবেন সাকিব তিনিই হবেন বিজয়ী।

সাকিবের সাম্প্রতিক সময়টা অম্ল-মধুর। তৃতীয় দফায় টেস্ট নেতৃত্ব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজে তার অধীনে দল ভাল করেনি। কোন রকম লড়াই ছাড়াই দুই টেস্টে বাংলাদেশ হারে বড় ব্যবধানে। সাকিব যদিও ব্যাট হাতে কিছু রান পেয়েছেন, কিন্তু দলের চাহিদা মেটেনি।

টি-টোয়েন্টিতেও বাংলাদেশের ছিল একই দশা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৩ রান তাড়ায় সাকিব ফিফটি করলেও তার ব্যাটে ছিল না জেতার তাড়না। শেষ ম্যাচে আর পাননি রান।

এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে স্কোয়াডেও নাম ছিল তার। কিন্তু দল ঘোষণার আগে থেকেই গুঞ্জন ছিল ওয়ানডে সিরিজটি খেলবেন না তিনি। যদিও তিনি নিজে এই বিষয়টি নিয়ে রহস্য করে আসছিলেন। শেষ পর্যন্ত গুঞ্জনকে সত্যি করে ওয়ানডে সিরিজের বাইরে রইলেন এই তারকা।

আজ (১০ জুলাই) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সাকিবকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামবে তামিম ইকবালের দল।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

5h ago