‘উইকেট আরও ভালো করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে’ 

Mirpur Wicket
উইকেটের চরিত্র বোঝার চেষ্টায় নিউজিল্যান্ডের কোচিং স্টাফরা। ছবি: ফিরোজ আহমেদ

উইকেট নিয়ে হইচই শুরু অস্ট্রেলিয়া সিরিজ থেকেও। ম্যাচ জিতলেও মন্থর উইকেটে বিশ্বকাপের প্রস্তুতি কতটা হচ্ছে তা নিয়ে নানান মহলে উঠে প্রশ্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দেখা যায় উইকেট অস্ট্রেলিয়া সিরিজের থেকেও কঠিন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন উইকেট আরও ভাল করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।

বুধবার কিউইদের বিপক্ষে ম্যাচে প্রথম ওভার থেকেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে দেখা যায় বিরূপ পরিস্থিতি। অফ স্টাম্পের অনেক বাইরের শর্ট বলও টাইমিং হচ্ছিল না, লেগ স্টাম্পের বাইরের বলে ফ্লিক করতে গেলে সোজা ক্যাচ উঠছি। পুরো ম্যাচ জুড়েই আচমকা লাফানো, হুট করে নিচু হওয়া দেখা গেছে।

অসম্ভব কঠিন উইকেটে নিউজিল্যান্ড মাত্র ৬০ রানে গুটিয়ে যায়। ওই রান তুলতে অবশ্য বাংলাদেশকেও খেলতে হয়েছে ১৫ ওভার।

উইকেটের এই পরিস্থিতির জন্য আবহাওয়াকে দায় দিয়েছেন আকরাম, 'এখনকার আবহাওয়ার কারণে উইকেট শুকানো যাচ্ছে না। উইকেটে কভার দিয়ে রেখেছি। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে যেমন উইকেট পাই, বছরের এই সময়ে এমন উইকেট পাই না। এখন ভালো উইকেট আশা করা কঠিন। উইকেট আরও ভালো করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আমরা বলেছি- উইকেট আরও একটু ভালো করা গেলে প্রস্তুতি আরও ভালো হবে।'

উইকেট ভালো না হওয়ার পেছনে আকরামের মতে এক ভেন্যুতে খেলাও আরেক কারণ, 'আরও সমস্যা হচ্ছে একই মাঠে খেলায়। আমরা চেয়েছিলাম দুইটা ভেন্যুতে যাতে খেলা হয়। ওরাই চেয়েছে একটা ভেন্যুতে খেলতে। ওরা এখানেই (মিরপুরে) খেলবে, এখানের বাইরে যাবে না। কিছু দিন আগে অস্ট্রেলিয়া খেলে গেছে, এখন নিউজিল্যান্ড খেলছে। উইকেটেরও তো বিশ্রামের প্রয়োজন আছে। সবকিছু বিবেচনায় রাখতে হবে। আমরা অনুরোধ করেছি আরও ভালো উইকেট রাখার।'

যদিও বৃষ্টি মৌসুমেই ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি খেলা হয়েছিল এই মিরপুরে। দিনে দিন ম্যাচ হলেও উইকেটের আচরণ দেখা যায়নি এমন। কিছু ম্যাচে রান কম হলেও অনেক ম্যাচে বড় স্কোরও দেখা গেছে।

Comments