‘এটা বাংলাদেশের ওয়ানডেতে ভালো খেলার স্বীকৃতি’

Shakib Al Hasan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনো পায়ের নিচের মাটি শক্ত নয় বাংলাদেশ দলের। তবে ওয়ানডে বেশ অনেকদিন ধরেই অবস্থান জুতসই পর্যায়ের। সাকিব আল হাসান মনে করেন ওয়ানডেতে ভালো খেলার স্বীকৃতি মিলেছে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে।

বৃহস্পতিবার বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করে আইসিসি। তাতে ঠাঁই হয়েছে বাংলাদেশের তিন তারকার। সাকিবের পাশাপাশি আছেন মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান।

বিপিএলের প্রথম ম্যাচের আগের দিন অনুশীলন সেরে সাকিব কথা বলেন এই প্রসঙ্গে, জানান বর্ষসেরা দলটা বাংলাদেশের ভাল খেলারই যেন স্বীকৃতি,   'খুবই ভাল সাইন বাংলাদেশ ক্রিকেটের জন্য। গত  অনেক বছর ধরে ওয়ানডেতে আমরা অনেক ভাল দল আমার কাছে মনে হয়। দেশে ও দেশের বাইরেও এখন। কাজেই এটাই তার একটা স্বীকৃতি যে বাংলাদেশ ওয়ানডেতে ভাল ক্রিকেট খেলছে।'

অবশ্য গত বছর করোনাভাইরাস ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততায় বড় অনেক দলই ওয়ানডে খেলেছে অনেক কম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ওয়ানডে খেলেছে কেবল তিনটি। ভারত ওয়ানডে খেলেছে ছয় ম্যাচ। বাংলাদেশ সেখানে ম্যাচ খেলেছে ১২টি। এরমধ্যে আছে ঘরের মাঠে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে।  বর্ষসেরা দলে থাকার সুযোগটাও বাংলাদেশের ছিল বেশি।

সাকিবের সামনে অপেক্ষায় আরেকটি অর্জনও। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের লড়াইয়ে আছেন তিনি। পাকিস্তানের বাবর আজম, আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে টপকে তা হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেক। এই সময়ে ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যে যে বড় ভূমিকা ছিল তারই।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

40m ago