এবার ওয়ানডের নেতৃত্বও পেলেন রোহিত

টি-টোয়েন্টি সংস্করণের নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। নতুন অধিনায়ক হিসেবে স্থলাভিষিক্ত হয়েছিলেন রোহিত শর্মা। তখন থেকেই গুঞ্জন সাদা বলের সম্পূর্ণ দায়িত্ব পেতে পারেন তিনি। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। ওয়ানডে সংস্করণের অধিনায়কও হয়ে গেলেন এ ওপেনিং ব্যাটার। তবে লাল বলের নেতৃত্বে থাকছেন কোহলি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

তবে এরমধ্যেই ভারতের ওয়ানডে সংস্করণে ১০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তার সফলতার হার ৮০ শতাংশ। কোহলির অনুপস্থিতিতে ভারতকে জিতিয়েছেন এশিয়া কাপ। এবার স্থায়ীভাবে আর্মব্যান্ড পেলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই ৫০ ওভারের ক্রিকেটে শুরু হতে চলেছে রোহিত-যুগ।

এদিন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য টেস্ট দলও ঘোষণা করে বিসিসিআই। অনেক আলোচনার পর শেষ পর্যন্ত টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন আজিঙ্কা রাহানে। ধারণা করা হয়েছিল তার বাজে ফর্মের জন্য বাদ পড়তে পারেন তিনি। শ্রেয়াস আইয়ারের দারুণ ফর্মে এ শঙ্কাটা আরও জোরালো হচ্ছিল। তবে নিজেকে প্রমাণ করার জন্য আরও একটি সুযোগ পেয়েছেন এ ব্যাটার। তবে হারিয়েছেন সহ-অধিনায়কের পদ। কোহলির সহকারী হিসেবে থাকছেন রোহিত।

নিউজিল্যান্ড সিরিজে ছিলেন না হনুমা বিহারী। দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরেছেন তিনি। 'এ' দলের হয়ে খেলতে থাকায় বর্তমানে সে দেশেই অবস্থান করছেন তিনি। তবে চোটের কারণে বাদ পড়েছে একাধিক বড় নাম। রবীন্দ্র জাদেজা, শুভমান গিল, অক্ষর প্যাটেল এবং রাহুল চাহারদের আপাতত রিহ্যাবে থাকতে হচ্ছে।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী, ঋষভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজ।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago