এবার বিশ্বকাপ জিততে চান হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
হার্দিক পান্ডিয়া। ছবি: আইপিএল

প্রথমবার আইপিএল খেলতে নামা গুজরাট টাইটান্সের নেতৃত্বের ভার পড়েছিল হার্দিক পান্ডিয়ার উপর। এই অলরাউন্ডার দারুণ পারফরম্যান্স আর নেতৃত্বগুণে প্রথম আসরেই তাদের পাইয়ে দিয়েছেন শিরোপা। আইপিএল জয়ের পর এই অলরাউন্ডার ঠিক করেছেন তার নতুন লক্ষ্য। যেকোনোভাবে ভারতকে বিশ্বকাপ এনে দিতে চান তিনি।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এর আগে চারবার আইপিএল জেতার সুখস্মৃতি আছে হার্দিকের। তবে সেসব ছিল সাধারণ খেলোয়াড়ের ভূমিকা। অধিনায়ক হিসেবে আইপিএল নয় নিশ্চিতভাবেই তার কাছে আলাদা কিছু।

রোববার আহমেদাবাদে ফাইনালে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার। আগে ব্যাট করতে যাওয়া রাজস্থান রয়্যালসের ইনিংস মাঝের ওভারে দিশেহারা করে দেন তিনি। লম্বা সময় চোটের ধকল সামলে তাকে দারুণ গতিতে বল করতে দেখা যায়। ঘণ্টায় ১৪০কিমির বেশি গতি তুলে জানান দেন ফিটনেসের অবস্থা।

৪ ওভারের স্পেলে কেবল ১৭ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। আউট করেছন প্রতিপক্ষের সেরা তিন ব্যাটার সঞ্জু স্যামসন, জস বাটলার ও শেমরন হেটমায়ারকে। পরে ছোট লক্ষ্য তাড়ায় গুরুত্বপূর্ণ সময়ে খেলেন ৩০ বলে ৩৪ রান।  পুরো টুর্নামেন্টে ১৩১.২৬ স্ট্রাইকরেটে চতুর্থ সর্বোচ্চ ৪৮৭ রান ও বোলিংয়ে ৮ উইকেট বুঝিয়ে দেয় গুজরাটের পথচলায় তার ভূমিকা।

শিরোপা জেতার পর সংবাদ সম্মেলনে জানান ভালো করার তীব্র তাড়না ছিল তার ভেতর,  'আমি সব সময়ই দায়িত্ব নিতে ভালোবাসি। আমি সব সময় চেয়েছি সামনে থেকে নেতৃত্ব দিতে।'

'আমি একটা উদাহরণ হতে চেয়েছি। যখনই পরিস্থিতি আসে আমি যেন দলের পতাকা বহন করার জন্য প্রথম লোক হতে পারি, সেই চিন্তা ছিল'

চোটের কারণে বিগত বছরগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ছেদ পড়েছে। এবার ভারতীয় দলে ফিরেছেন বোলিং-ব্যাটিং দুই ভূমিকাতেই। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে আপাতত নজর তার। যেকোনো ভূমিকাতে ভারতে বিশ্বকাপ এনে দেওয়ার লক্ষ্য ঠিক করেছেন ২৮ পেরুনো অলরাউন্ডার,  'অবশ্যই ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চাই। আমি অবশ্যই আমার দলকে সামনে রাখি। আমার লক্ষ্য হলো বিশ্বকাপ জেতা। ভারতের হয়ে খেলা সব সময়ই স্বপ্নের মতো। সব সময় দেশকে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়।'

'কাজেই স্বল্পমেয়াদ, দীর্ঘমেয়াদে যেই চিন্তাই বলুন না কেন, আমি বিশ্বকাপ জিততে চাই।'

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago