কোচের পরামর্শ মেনে আরও ধারাল নাসুম

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের ম্যাচে বল হাতে ঝলক দেখালেন নাসুম আহমেদ। তিনি ও মোস্তাফিজুর রহমান মিলে শতরানের নিচে ধসিয়ে দিলেন সফরকারীদের। তাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাজটা হয়ে পড়ল সহজ। ম্যাচের পর নাসুম জানালেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের পরামর্শ কাজে লাগিয়ে সফলতা পাওয়ার কথা।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটিতে কিউইদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। বাঁহাতি স্পিনার নাসুম ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১০ রানে নেন ৪ উইকেট। তার আগের সেরা বোলিং ছিল গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে। একই ভেন্যুতে তিনি ৪ উইকেট নিয়েছিলেন ১৯ রানের বিনিময়ে।
শ্রীলঙ্কার সাবেক তারকা স্পিনার হেরাথ আগের চেয়ে একটু ধীর গতিতে বল করার পরামর্শ দিয়েছিলেন নাসুমকে। সেই তরিকা মেনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন তিনি, 'কোচ আমার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে অনেক কাজ করেন। আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করেন, আমিও অনেক কিছু শেয়ার করি। গতকাল যখন আমরা অনুশীলন করছিলাম, তখন কোচ আমাকে বলেছিলেন, এই উইকেটে আরেকটু আস্তে বল করলে মনে হয় ভালো হয়। তো আমি গতকাল সেটাই অনুশীলন করেছিলাম এবং আজকে সেটাই প্রয়োগ করার চেষ্টা করেছি।'
প্রথম ওভারেই রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু পাইয়ে দেন ম্যাচসেরা নাসুম। নিয়মিতভাবে পাওয়ার প্লেতে বোলিং করা নিয়ে তিনি বলেছেন, 'এখন আমি আসলে পাওয়ার প্লেতে বল করতে অভ্যস্ত হয়ে পড়েছি। আমাকে বল হাতে দিয়ে বলা হয় না যে, উইকেট বের করে দাও বা এরকম কিছু। শুধু নিজের মতো বল করার জন্য বলা হয়। আমিও চেষ্টা করি যত কম রান দেওয়া যায়। পাওয়ার প্লেতে যেন কম রান দেই বা ডট বল করে যাই, সেই চেষ্টা থাকে আমার।'
আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেটের চরিত্র হবে ভিন্ন। মিরপুরের মতো মন্থর বা অতি টার্নিং হবে না। সেই চ্যালেঞ্জের দিকে তকিয়ে আছেন ২৬ বছর বয়সী নাসুম, 'পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যেকোনো উইকেটেই বোলিং করতে হবে। আমাকে ভালো করতে হবে। আমাকে পরিস্থিতি অনুযায়ী ভালো বল করতে হবে। কোন জায়গায় কীরকম উইকেট তা তো আমি জানি না। আমার চেষ্টা থাকবে যতটুকু ভালো করা যায়।'
উল্লেখ্য, নাসুম ছাড়াও ৪ উইকেট নেন মোস্তাফিজ। তিনি খরচ করেন ১২ রান। জবাবে সহজ লক্ষ্য তাড়ায় ৫ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জিতেছে বাংলাদেশ। অধিনায়কোচিত ইনিংসে মাহমুদউল্লাহ ৪৮ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। ওপেনার নাঈম শেখের ব্যাট থেকে আসে ৩৫ বলে ২৯ রান।
Comments