কোহলির নেতৃত্বে আমাদের দারুণ সময় কেটেছে: রোহিত

ভারতের টি-টোয়েন্টির নেতৃত্ব পাচ্ছেন সেটা বেশ কিছুদিন ধরেই আভাস ছিল। টি-টোয়েন্টির সঙ্গে রোহিত শর্মার আচমকা জুটে গেছে ওয়ানডের নেতৃত্বও। যাকে সরিয়ে রোহিতকে দায়িত্ব দেওয়া হলো সেই বিরাট কোহলির প্রতি শ্রদ্ধার কমতি নেই রোহিতের। জানালেন, দুর্দান্ত একটা জায়গায় দলকে নিয়ে এসেছেন কোহলি, যেটা এখন তার এগিয়ে নেওয়ার পালা।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করতে গিয়ে বড় চমক উপহার দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টিতে বিশ্বকাপের আগেই কোহলি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। থাকতে চেয়েছিলেন ওয়ানডের নেতৃত্বে। বোর্ড হেঁটেছে ভিন্ন পথে । তাকে সরিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টির স্থায়ী অধিনায়ক করা হয় রোহিতকে। কেবল টেস্ট অধিনায়ক হিসেবে আছেন কোহলি।
নেতৃত্ব হারানো কোহলি যেমন এ কদিন ছিলেন নিশ্চুপ। রোহিতও আনুষ্ঠানিকভাবে দেননি কোন প্রতিক্রিয়া। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট বিসিসিআই টিভিতে এক সাক্ষাতকারে রোহিত জানান রোমাঞ্চ নিয়ে দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় তিনি, 'এই দায়িত্ব পেয়ে আমি ভীষণ সম্মানিত ও কৃতজ্ঞ। বিশাল একটি দায়িত্ব, আমি খুবই উৎফুল্ল। সাদা বলে ভারতকে নেতৃত্ব দিতে মুখিয়ে আছে, আশা করছি এক রোমাঞ্চকর যাত্রা হতে যাচ্ছে।'
২০১৩ সালে দায়িত্ব পাওয়ার পর ভারতকে ৯৫ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৬৫ ম্যাচেই জিতিয়েছেন কোহলি। তার সাফল্যের হার ৭০.৪৩। রেকর্ড বেশ ভালো হলেও তার অধীনে আইসিসির কোন শিরোপা জিততে না পারায় থেকে গিয়েছিল অস্বস্তি। তবে সাফল্যের এই ধারাকেই বড় করে দেখছেন নতুন অধিনায়ক রোহিত, 'দলকে সে এমন একটা জায়গায় নিয়েছে যেখান থেকে পেছনে ফেরার জায়গা নেই। ৫ বছর সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। প্রতিটি ম্যাচ জেতার প্রতি দৃঢ় প্রতিজ্ঞা থাকত।'
'কোহলির নেতৃত্বে দারুণ সময় কেটেছে আমাদের। তার সঙ্গে খেলা প্রতিটি মুহূর্ত উপভোগ্য। সামনে তাকিয়ে ব্যক্তিগতভাবে ও দল হিসেবে আমাদের লক্ষ্য হবে উন্নতি করা।'
নতুন অধিনায়কের সঙ্গে নতুন কোচের যুগেও প্রবেশ করেছে ভারত। রবি শাস্ত্রির জায়গা নিয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তির সঙ্গে দারুণ এক জুটির অপেক্ষায় রোহিত, 'রাহুল ভাইয়ের সঙ্গে কেবল তিন ম্যাচে কাজ করেছি। আমরা সবাই জানি তিনি কীভাবে ক্রিকেটটা খেলেছেন। তিনি একইসঙ্গে কঠোর মানসিকতা ও চনমনে পরিবেশ নিয়ে আনেন।'
'মাত্রই কদিন হলো। তাকে কোচ হিসেবে পাওয়াটা দারুণ। আশা করি সময়টা খুব কার্যকর হবে।'
Comments