কোহলি আবারও ‘গোল্ডেন ডাক’, বিধ্বস্ত বেঙ্গালুরু

ভ
ছবি: আইপিএল ওয়েবসাইট

রবি শাস্ত্রীদের পরামর্শ মেনে ক্রিকেট তবে কি আসলেই কিছুদিন দূরে যাওয়া দরকার বিরাট কোহলির? অন্তত আজকের পর এই প্রশ্নটা বড় হতেই পারে। চরম দুঃসময়ে থাকা এই ব্যাটিং জিনিয়াস আগের ম্যাচে ফিরেছিলেন প্রথম বলে। এবারও প্রথম বলেই ফিরেছেন কোন রান না করে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একশোর নিচে গুটিয়ে গেছে তাদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও।

শনিবার মুম্বাইর ব্র্যাবোর্ন স্টেডিয়ামে বেঙ্গালুরুকে ৯ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরবাদ। মুম্বাইর ৬৮ রানের পুঁজি  ১২ ওভার আগেই টপকে যায় কেইন উইলিয়ামসনের দল।  দলের জয়ে ২৮ বলে ৪৭ করেন ওপেনার অভিষেক শর্মা।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে মার্কো ইয়ানসেনের তোপে পড়েন কোহলিরা। অধিনায়ক ফাফ দু প্লেসি তার দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান। ঠিক পরের বলে ক্রিজে এসেই স্লিপে ক্যাচ দেন কোহলি। এবারের আইপিএলে এই পর্যন্ত ৮ ম্যাচে কোহলি করতে পারলেন কেবল ১১৯ রান। ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে ফিরলেন গোল্ডেন ডাকে। দু প্লেসি, কোহলির পর ওই ওভারের শেষ বলে আনুজ রাওয়াতও ক্যাচ দিলে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বেঙ্গালুরু।

তাদের উইকেট পতনের স্রোত আর থামেনি। কিছুটা থিতু হওয়ার আভাস দিলেও পঞ্চম ওভারে থাঙ্গারাসু নাটরাজনের শিকার হন গ্লেন ম্যাক্সওয়েল। ২০ রানে পড়ে ৪ উইকেট।

সুয়াশ প্রভুদেশাই কিছু রান (২০ বলে ১৫) করে দলকে  ফেরেন জাগদিশ সুচিতের বলে বিদায় নেন। দারুণ ছন্দে থাকা দীনেশ কার্তিক ৩  বল খেলে এদিন কোন রান না করেই থামান দৌড়। হার্শাল প্যাটেল, ভানিন্দু হাসারাঙ্গারাও কেউ হাল ধরতে না পারায় ২৩ বল আগেই শেষ হয়ে যায় বেঙ্গালুরু। ইয়ানসেন ২৫ রানে ৩ ও নাটরাজন ১০ রানে পান ৩ উইকেট।

৬৯ রানের সহজ লক্ষ্যে নেমে অভিষেক ঝড় তুলে শুরুতেই খেলা করে দেন সহজ। পাওয়ার প্লের মধ্যেই খেলা একদম চলে আসে শেষের পথে। ৮ম ওভারে তবে ছক্কা মেরে খেলা শেষ করতে গিয়ে ফেরেন ২৮ বলে ৪৭ করা অভিষেক। ১৭ বলে ১৬ করে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। ৩ বলে ৭ করে খেলার শেষ টানেন রাহুল ত্রিপাঠি।

Comments

The Daily Star  | English

Iran’s Araghchi says US attack will have ‘everlasting consequences’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

2h ago