কোহলি ঠিকই পথ বের করে ফেলবেন, বিশ্বাস ভেট্টোরির

ক্যারিয়ারের সবচেয়ে দুঃসময়ের মধ্যে আছেন বিরাট কোহলি। আড়াই বছর ধরে কোন সংস্করণে সেঞ্চুরি নেই। বর্তমান আছেন চরম রান খরায়। এবার আইপিএলে টানা দুই ম্যাচে আউট হয়েছেন প্রথম বলে। তবে এই খারাপ পরিস্থিতি থেকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ঠিকই বেরুনোর পথ বের করে ফেলবেন বলে আশা ড্যানিয়েল ভেট্টোরির। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ মনে করেন কোহলির দরকার ঘনিষ্ঠজনদের সহায়তা।
এবার আইপিএলে ৮ ম্যাচ খেলে ১৭ গড়ে কোহলি করেছেন স্রেফ ১১৯ রান। অথচ আইপিএলের ইতিহাসের সবচেয় বেশি রানের মালিক তিনি।
কোহলির এই অবস্থায় তাকে কয়েকদিনের জন্য বিশ্রামে যাওয়ার পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী। পরামর্শ আসছে বিভিন্নরকম। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে ভেট্টোরি জানান এই ব্যাটসম্যান নিজেই দুঃসময় কাটিয়ে সমহিমায় ফেরার উপায় বের করবেন, 'আমার মনে হয় সে ঠিকই একটা পথ বের করে ফেলবে, এই সংকটের সঙ্গে লড়াই করে আবার আগ্রাসী মনোভাবে ফিরবে।'
'এই সময়টায় তার বন্ধু, ঘনিষ্ঠজন, হয়ত শৈশবের কোচের সাহায্য প্রয়োজন।'
টানা দুই ম্যাচে 'গোল্ডেন ডাক' পাওয়ায় কোহলির পা নড়ছে কিনা এই নিয়েও উঠেছে প্রশ্ন। তবে ভেট্টোরির মতে কোহলির এখন যা হচ্ছে সবই উদ্বেগ থেকে, 'একজন ব্যাটসম্যান যখন ছয়টা বলও খেলে, আপনি নোটিস করতে পারবেন তার পাতাটা নড়ছে কিনা। কিন্তু কেউ যখন প্রথম বলেই আউট হয়ে যায়, এটা কেবল উদ্বেগের জায়গা থেকে এসেছে।'
কোহলির পাশে দাঁড়িয়েছেন সাবেক ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেন। টুইট করে তিনি বলেছেন, বড় মঞ্চেই আসল রূপে ফিরতে দেরি করবেন কোহলি, 'আমাদের সব কিংবদন্তি খেলোয়াড়ই এই সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। আরেকটা বিষয় হলো তারা প্রত্যেকেই আবার বড় মঞ্চে ফিরে এসেছেন।'
Comments