কোহলি-সৌরভের ভিন্ন দাবি নিয়ে মুখ খুললেন দ্রাবিড়

বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলি, দুই জনের দাবি দুরকম। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তোলপাড় শুরু হয়েছে ভারতের ক্রিকেট অঙ্গনে। এতদিন বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড়। অবশেষে নিজের ভাবনা জানালেন তিনি।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এই সংস্করণের ক্রিকেটে ভারতের অধিনায়কত্বকে বিদায় জানান কোহলি। এরপর ঘটে চমক জাগানিয়া এক ঘটনা। ওয়ানডের নেতৃত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। পরিবর্তে দায়িত্ব বুঝে পান রোহিত শর্মা। অর্থাৎ সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণেই ভারতের দলনেতা এখন তিনি।
ওয়ানডের নেতৃত্বে পরিবর্তন আসার পর ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ জানিয়েছিলেন, কোহলিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে চালিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু সময়ের অন্যতম সেরা এই তারকা তাতে রাজি ছিলেন না। তাই ওয়ানডেতেও বদল আনা হয়। কারণ সাদা বলের ক্রিকেটে দুই অধিনায়ক চাননি তারা।
কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগে বোমা ফাটান কোহলি। বোর্ড প্রধান সৌরভের দাবিকে প্রত্যাখ্যান করেন তিনি। এই ডানহাতি ব্যাটার জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব চালিয়ে যেতে কোনো অনুরোধ করা হয়নি তাকে। উল্টো প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট দল ঘোষণার মাত্র দেড় ঘণ্টা আগে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরানোর খবর দেওয়া হয়েছিল।
দুই জনের দুই রকম দাবিতে তৈরি হওয়া অস্পষ্টতা নিয়ে মুখ খুলেছেন দ্রাবিড়। তবে দলের অভ্যন্তরীণ আলাপ এখনই গণমাধ্যমে তুলে ধরতে চাইছেন না তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে শনিবার ভারতের প্রধান কোচ বলেছেন, 'সত্যি বলতে, এটা (এই ইস্যুকে পরিষ্কার করা) নির্বাচকদের দায়িত্ব। আমি যেসব আলোচনা করেছি বা আরও যেসব আলোচনায় যেতে পারি, সেগুলোর ভেতরে ঢুকছি না। সেসবের উপযুক্ত পরিস্থিতি বা সময় এখনও আসেনি।'
আগামীকাল রোববার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নামবে ভারত। সেঞ্চুরিয়নে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। কোহলির নেতৃত্বের প্রশংসার পাশাপাশি তাকে শুভকামনা জানিয়েছেন দ্রাবিড়, 'বিরাট খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সে অসাধারণ। সে তাদেরই একজন, যারা টেস্ট ক্রিকেটকে সত্যিকার অর্থে ভালোবাসে। আশা করছি, সামনের সিরিজটি ভালো যাবে তার।'
Comments