গেইলকে টপকে নতুন বিশ্বরেকর্ড ওয়ার্নারের

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে নামলেই নতুন নতুন কীর্তি। আগের দিন নিজের সাবেক ক্লাব সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে জ্বলে উঠে গড়লেন নতুন এক বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি সংস্করণে এখন সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করার রেকর্ডে ক্রিস গেইলকে টপকে গেলেন এ অজি ক্রিকেটার। একই সঙ্গে এদিন ৪০০ ছক্কার মাইলফলকও ছুঁয়েছেন তিনি। 

বৃহস্পতিবার মুম্বাইয়ে আগের দিন আইপিএলের ম্যাচে হায়দারাবাদের বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। তাতে ২১ রানের জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৭ রান করে তারা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৬ রানের বেশি তুলতে পারেনি হায়দারাবাদ।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখন সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির মালিক হলেন ওয়ার্নার। মোট ৮৯টি অর্ধশতরান করেছেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইউনিভার্স বস ক্রিস গেইল। তার হাফসেঞ্চুরি সংখ্যা ছিল ৮৮টি। ৭৭টি হাফসেঞ্চুরি নিয়ে এই তালিকায় তিনে রয়েছেন বিরাট কোহলি। এছাড়া অ্যারন ফিঞ্চের ৭০টি ও রোহিত শর্মার ৬৯টি হাফ সেঞ্চুরি রয়েছে।

এছাড়া সেঞ্চুরি বঞ্চিত ম্যাচে আরেকটি কীর্তি গড়েছেন ওয়ার্নার। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন। মাইলফলক ছুঁতে ওয়ার্নারের প্রয়োজন ছিল দুটি ছক্কার। অষ্টম ওভারে এইডেন মার্করামের বলে লং অন সীমানার ওপর দিয়ে উড়িয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান এ অজি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার তৃতীয় ও সব মিলিয়ে দশম ব্যাটার হিসেবে এ সংস্করণে চারশ ছক্কার ক্লাবে নাম লেখালেন ওয়ার্নার। ১ হাজার ৫৬ ছক্কা হাঁকিয়ে সবার ওপরে আছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।

এদিন ৩৪ বলে ফিফটি স্পর্শ করা ওয়ার্নার ছুটছিলেন সেঞ্চুরির দিকেই। ১৯ ওভারেই পৌঁছান ৯২ রানে। কিন্তু শেষ ওভারে একটি বলও মোকাবেলা করতে পারেননি। অবশ্য তাকে সুযোগ দিতে চেয়েছিলেন রভম্যান পাওয়েল। খেলার ছন্দ নষ্ট হবে ভেবে এ ত্যাগ করেন তিনি। শেষ ওভারে ১৯ রান নেন পাওয়েল।

Comments

The Daily Star  | English
Rice_market

Development is not just about macroeconomic progress

Do macroeconomic concepts reflect the realities on the ground?

13h ago